বাংলার খবর
মাঠে পড়ে থাকা মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে পুরুলিয়ায় অসুস্থ একাধিক গরু!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: খোলা মাঠে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ল একাধিক গরু। মাথায় হাত চাষিদের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার চাকড়া গ্রামে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চাকড়া গ্রামের অদূরে একটি খোলা মাঠে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেলে রাখা হয়েছিল। সেই ওষুধ খেয়ে একের পর এক গরু অসুস্থ হয়ে পড়েছে। তাঁদের অভিযোগ, ৩২ নম্বর পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়কের পাশে চাকড়া এলাকায় এর আগেও এই রকম ভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাতের অন্ধকারে খোলা জায়গায় ফেলে দিয়ে যাওয়া হতো। তবে আগে সেগুলো মাটিচাপা দিয়ে দেওয়া হলেও এখন আর মাটিচাপা দেওয়া হয় না। খোলা অবস্থাতেই পড়ে থাকে বলে অভিযোগ এলাকাবাসীদের। চাষের জন্য কৃষকরা মাঠে গরু বেঁধে রাখেন। সেখান থেকেই কিছু গরু ভুল করে মেয়াদ উত্তীর্ণ ওই ওষুধগুলো খাবার ভেবে খেয়ে ফেলে। এবং অসুস্থ হয়ে পড়ে। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত ও চিন্তিত হয়ে পড়েছেন এলাকার কৃষকরা।
স্থানীয় এক কৃষক জানিয়েছেন, ‘ওই ওষুধগুলো ভুল করে গরুগুলো খেয়ে ফেলায় তাদের মুখ থেকে অনবরত লালা ঝরছে। অনেক গরুই অসুস্থ হয়ে পড়েছে। যদি কোনও গরু মারা যায় তাহলে আমারা কী করব? আমরা গরীব চাষী। আমাদের তো আর নতুন করে গরু কেনার ক্ষমতা নেই।’ এই নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারাও। তাঁদের আশঙ্কা, যেভাবে ওষুধগুলো খোলামেলা অবস্থায় পড়ে থাকে, তাতে কোনও অবলা প্রাণীর জায়গায় এলাকার শিশুরা খেয়ে ফেললে আরও বড় বিপদ হতে পারে। গোটা বিষয়টি তারা প্রশাসনের নজরে আনবেন বলেও জানিয়েছেন।