দেশের খবর
মুম্বইয়ের বহুতলে আগুন! মৃত্যু ৭ জনের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাত পেরিয়ে সকালে যখন দেশের বানিজ্য নগরী ব্যস্ত হাতে শুরু করেছে, ঠিক সেই সময়ই আতঙ্ক ছড়ালো। করোনা এবং ওমিক্রন তো রয়েছেই, এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আতঙ্ক ছড়িয়ে দিল মুম্বইয়ে। শনিবার সকালে মুম্বইয়ের এক বহুতলে ভয়াবহ আগুন লাগে।
এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ সূত্রের খবর, অগ্নিদগ্ধদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছায়। এদিন সকালে গান্ধি হাসপাতালের উলটোদিকে কমলা বিল্ডিং নামে ২০ তলা আবাসনের ১৮ তলায় সকাল ৭টা নাগাদ আগুন লাগে। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। আহত এবং অসুস্থদের মধ্যে ১২ জনকে স্থানীয় ভাটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁদের মধ্যে তিন জন রয়েছেন আইসিইউ-তে। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার জানিয়েছেন, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া বয়স্ক ছ’জনের অক্সিজেন সাপোর্ট সিস্টেমের প্রয়োজন ছিল। তাঁদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দমকলের ১৩টি ইঞ্জিন এবং সাতটি জলবাহী ‘জেটি’ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। সবাইকে উদ্ধার করা হয়েছে। এখনও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।