বাংলার খবর
বিজেপিতেই আছেন মুকুল রায়, খারিজ হচ্ছে না বিধায়ক পদ! জানিয়ে দিলে স্পিকার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিজেপিতেই আছেন মুকুল রায়। তিনি দলত্যাগ করেননি। মুকুল রায়ের দলত্যাগ মামলার অবশেষে রায় দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর বিধায়ক পদ খারিজের দাবিও নাকচ করে দিয়েছেন স্পিকার।
এদিন স্পিকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মুকুল রায় এক দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন, এমন কোনও প্রমাণ তাঁর হাতে আসেনি। এই দলত্যাগ নিয়ে বারবার বিজেপির তরফে অভিযোগ তোলা হলেও, এর সপক্ষে তেমন কোনও প্রমাণ দিতে পারেননি অভিযোগকারীরা। তারপরই তিনি জানিয়ে দেন, কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক দলত্যাগ করেননি। বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল তা ঠিক নয়। শুক্রবার এই মামলায় ৩৫ পাতারা রায় দিয়েছেন স্পিকার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত বছরের ১১ জুন ৬৪ পাতার পিটিশন জমা দিয়ে অভিযোগ করেন, বিজেপির টিকিটে ভোটে জিতে বিধায়ক মুকুল রায় দল বদল করে তৃণমূলে যোগ দিয়েছেন। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করতে হবে। শুনানি পর্বে মুকুল রায়ের আইনজীবীরা দাবি করেছিলেন, মুকুল রায় কোনও দলত্যাগ করেননি।
সে সময় মুকুল রায়ের কিছু ব্যক্তিগত সমস্যা ছিল। সে কারণেই অন্য একটি রাজনৈতিক দলের দফতরে তিনি গিয়েছিলেন। তা নেহাত সৌজন্যের কারণে গিয়েছিলেন। কোনও পতাকা তিনি হাতে নেননি। কিন্তু, গত ২৮ জানুয়ারির শুনানিতে বিজেপির তরফ থেকে অর্থাৎ শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফে বারবার দাবী করা হয়, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল যেসব সোশাল হ্যান্ডেল রয়েছে, সেখানে দেখা যাচ্ছে ২০২১ সালের ১১ জুন তৃণমূল ভবনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মুকুল রায় দল পরিবর্তন করেন। সংবাদমাধ্যমে প্রকাশিত সে সংক্রান্ত সমস্ত ছবি, ভিডিও অধ্যক্ষের সামনে প্রমাণ হিসেবে তুলে ধরেছিলেন।
সম্প্রতি গোটা বিষয়টি গোড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা হবে কিনা, তা নিয়ে দু’সপ্তাহের মধ্যে স্পিকারকেই সিদ্ধান্ত নিতে হবে। সেই মতো বিধানসভায় শুনানি পর্ব শুরু হয়। মুকুল রায়ের আইনজীবী জানান, মুকুল রায় বিজেপিতেই আছেন। প্রশ্ন ওঠে, গত বিধানসভা ভোটের পর তৃণমূল ভবনে যে মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায় গিয়েছিলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁদের দলে সাদরে বরণ করে নেওয়া হয়, তাহলে সেটা কী ছিল। এদিকে কয়েকদিন ধরেই সেভাবে কোনও বড় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে না মুকুল রায়কে। তাঁর ছেলে শুভ্রাংশু বলেন, ‘বাবার শরীর ভালো নেই।’ গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পৌষমেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় বলেছিলেন, আগামী পুরভোটে বিজেপি বিপুল ভোটে জিতবে। এরপরই আলোড়ন তৈরি হয়। সেই সময় শুভ্রাংশু জানিয়েছিলেন, মুকুল রায় অসুস্থ।