আন্তর্জাতিক
করোনার মাঝে নয়া উদ্বেগ! মোজাম্বিকে হদিশ মিলল পাকিস্তানী পোলিওর নয়া স্ট্রেনের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পৃথিবীজুড়ে অব্যাহত ভাইরাস ঘটিত রোগের দাপট। একে করোনায় রক্ষে নেই তার উপর ‘মাঙ্কিপক্স’! এবার প্রকাশ্যে এলো ‘পোলিও’ রোগের প্রাদুর্ভাবের খবর।
জানা গিয়েছে, দক্ষিণপশ্চিম আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ তেতে-এলাকায় এক শিশুর শরীরে পোলিও (polio) ভাইরাসের সংক্রমণের হদিশ মিলেছে। জানা গিয়েছে, আক্রান্ত ওই শিশু প্যারালাইজড হয়ে গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই মোজাম্বিক সরকার দেশব্যাপী পোলিও রোগের প্রাদুর্ভাবের কথা ঘোষণা করেছে।
বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মোজাম্বিকের মালাউইতে প্রথমবারের জন্য পোলিও সংক্রমণে আক্রান্ত হওয়ার খবর মেলে। এরপর দ্বিতীয় দফায় ফের পোলিওতে আক্রান্তের হদিশ মিলেছে এই দেশে। এই বিষয়ে মোজাম্বিকের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছে, ১৯৯২ সালের পর গত ৩০ বছরে এই দেশে পোলিও সংক্রমণের কোনও হদিশ ছিল না। ২০১৯ সালের পর ফের এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে।
আরও পড়ুন: ‘দুষ্টু মেয়েরা বাড়িতেই থাকুক’, স্কুলশিক্ষা নিয়ে বড় ঘোষণা তালিবানের
এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে প্রথম মোজাম্বিকে এই ভাইরাসে আক্রান্তের খোঁজ মেলে। আক্রান্ত শিশু প্যারালাইজড হয়ে গিয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করেছে যে, মোজাম্বিকে পোলিও ভাইরাসের যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে তার সঙ্গে ২০১৯ সালের পাকিস্তানের পোলিও স্ট্রেনের অনেকাংশে সাদৃশ্য রয়েছে।
এদিকে ২০২০ সালে ‘WHO’ আফ্রিকাকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছিল। কারণ, দেশব্যাপী পোলিওর বিরুদ্ধে অভিযানে ব্যাপক সাফল্য মিলেছে। আফ্রিকার প্রতিবেশী দেশগুলিতেও পোলিও সংক্রমণ মোকাবিলায় শিশুদের মধ্যে গণহারে টিকাপ্রদানের কাজ চালানো হয়েছিল। আর তাতেই মিলেছিল সাফল্য।
এদিকে আফ্রিকা মহাদেশের ৫ টি দেশে পোলিও রোগ নিয়ন্ত্রণের ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। দেশগুলি হল মালাউই, মোজাম্বিক, তানজানিয়া, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে। আগামী সপ্তাহে পাঁচ বছর বা তার কম বয়সী ২৩ মিলিয়ন শিশুর কাছে টিকাদান অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভাইরাসে অশনিসঙ্কেত! করোনার পর মাঙ্কিপক্সে আতঙ্ক ব্রিটেনে
উল্লেখ্য, পোলিও হল অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসঘটিত রোগ। এটি প্রধানত জলের মাধ্যমে ছড়ায় এবং প্রধানত পাঁচ বছরের কম বয়সী শিশুদের সবথেকে বেশি আক্রান্ত করে। পোলিওর কোনও প্রতিকার নেই, এবং এটি শুধুমাত্র টিকাদানের মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে। ১৯৮৮ সাল থেকে সারা বিশ্বে পোলিও নিমূর্ল করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।