আন্তর্জাতিক
Mother’s Day 2022: গুগল-ডুডলের বিশেষ শ্রদ্ধা মায়েদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবার আন্তর্জাতিক মাতৃ দিবস। প্রতিবছর ৮মে বিশেষ এই দিনটিতে ‘মাতৃ দিবস’ হিসেবে পালন করা হয়। আর এদিন সকাল থেকেই নানাকাজে গুগল ক্রোমে চোখ রাখলেই নজরে পড়ছে দু’টি সুন্দর হাতের ছবি। ছবি জুড়ে যেন মেশানো রয়েছে স্নেহের পরশ। ব্যাপারটা কী?
ব্যাপারটা আর কিছুই নয়। বছরের বিশেষ-বিশেষ দিনে নানান সাজে সেজে ওঠে সারাবিশ্বের অতিপ্রয়োজনীয় এই সার্চ ইঞ্জিনটি। যেখানে এক ক্লিকেই মেলে ‘এ টু জেড’ তথ্য। এর আগেও স্মরনীয় কোনও ব্যক্তিত্ব বা ইতিহাসের সেরা কোনও দিনকে মনে রাখতে বিশেষ সাজে সেজে উঠতে দেখা গিয়েছে সার্চ ইঞ্জিন Google-কে।
মায়েদের জন্য নির্দিষ্ট কোনও দিন হয় না। সন্তানের মঙ্গল কামনা থেকে শুরু করে বিশ্বাস আর ভরসার সেরা কাঁধের নামই হল ‘মা’। যাকে ছাড়া আমরা এক-পা চলতে পারি না তাঁর জন্য বিশেষ কোনও দিনের প্রয়োজন পড়ে না। তবুও বছরের একটা দিন সকল মায়েদের উদ্দেশ্যে আন্তর্জাতিক মাতৃদিবস পালন করা হয়ে আসছে।
আরও পড়ুন: Google Doodle: ‘নওরোজ’ পালনে সকাল থেকেই বিশেষ সাজে গুগল, জেনে নিন বিশেষ এই দিনটির অজানা ইতিহাস
সারা বিশ্বের মায়েদের প্রতি উৎসর্গ করার এই দিনটিকে চিহ্নিত করে Google ‘মা দিবস 2022-এ’ চারটি স্লাইড সহ একটি বিশেষ উপহার নিয়ে ডুডল প্রকাশ করেছে। যেখানে দেখা গিয়েছে একজন মা তার ছোটো থেকে কীভাবে সন্তানকে লালন-পালন করেন। এমনই কয়েকটি ছোট ছোট ছবি তুলে ধরে Google এই দিনটি উদযাপন করছে।
এদিন Google-এর প্রথম স্লাইডে চোখ রাখলে দেখা যাবে শিশুটিকে মায়ের আঙুল ধরে দেখানো হয়েছে। দ্বিতীয়টিতে, দুজনেই ব্রেইল পড়ছেন। তৃতীয় স্লাইডে দেখানো হয়েছে যে তারা একটি কলের নীচে হাত ধুচ্ছেন এবং শেষটিতে, মা এবং শিশু একটি চারা রোপণ করছেন। সবই মা ও শিশুর বিশেষ সম্পর্কের প্রতীক,এবং সন্তানের বৃদ্ধিতে মায়ের ভূমিকা।
আরও পড়ুন: টুইটার (Twitter) কেন কিনলেন ইলন মাস্ক জানলে অবাক হবেন!
এই আন্তর্জাতিক ‘মা দিবস’ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সাধারণভাবে সম্মানিত জাতীয় ছুটির দিন। তবে, এটি ফেডারেল বা সরকারি ছুটি নয়। যদিও সব দেশ একই দিনে মা দিবস উদযাপন করে না। মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বের ৫০টিরও বেশি দেশে এই বিশেষ দিনটি মাতৃ দিবস হিসেবে পালিত হয়।