বাংলার খবর
বাঁশদ্রোণীতে বজ্রাঘাতে গুরুতর জখম মা ও ছেলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: খোদ কলকাতায় বজ্রপাতে জখম হলেন মা ও ছেলে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীর বোসপাড়ায়। স্থানীয়রাই ওই দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দু’জনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।
মায়ের নাম অনন্যা বিশ্বাস (৪৫) ও ছেলে সূর্য নারায়ণ বিশ্বাস (১৮)। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে মা ও ছেলে দু’জনেই ঘরের মধ্যে ছিলেন।
সেই সময় আচমকাই বজ্রপাত হয়। বজ্রপাতের বিদ্যুতে মা ও ছেলের শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। বাড়ি থেকে চিৎকার ও কান্নার আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই দু’জনকে নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। দু’জনের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। তাঁদের বাড়ির ভিতরের আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রও পুড়ে গিয়েছে।গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ।