বাংলার খবর
ডাম্পারে ধাক্কা বাইকের, প্রাণ হারালেন স্ত্রী,সন্তান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ডাম্পারের চাকার সামনে পড়ে গিয়ে প্রাণ হারালেন ২ জন। মর্মান্তি এই ঘটনাটি ঘটেছে কান্দির মহলন্দী সুপার মার্কেট মোড় এলাকায়।
জানা গিয়েছে, কান্দির মহলন্দী সুপার মার্কেট মোড়ে এদিন বেলা ১০’টার সময় বহরমপুর গামী একটা ডাম্পারের চাকার তলায় পড়ে মৃত্যু হয় দু’জনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খোসবাস পুরের বাসিন্দা শাদের শেখ এদিন মোটর সাইকেলে করে গাঁতলার দিকে যাচ্ছিলেন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তান।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা করাতে ফের এসএসকেএমে অনুব্রত
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মহলন্দী মোড়ের সামনে আরও একটি মোটর সাইকেলের পিছনে ধাক্কা খেয়ে বাইক আরোহী শাদের শেখের মোটর সাইকেলটি ডাম্পারের চাকার সামনে পড়ে। ঘটনায় সঙ্গে সঙ্গে মৃত হয় বাইকে থাকা রাখিমা বিবি (৪১) এবং তাঁদের চার বছরের মেয়ে নাজরিন সুলতানা।
আরও পড়ুন: Big Breaking: PAC চেয়ারম্যান হলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী
মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর জখম হয় বাইক চালক শাদের শেখ। জানা গিয়েছে, এরপর এলাকার মানুষজন ঘাতক লরিটিকে আটক করে কান্দি থানার পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। মৃত রাখিমা বিবি এবং নাজরিন সুলতানাকে এলাকায় মানুষ এবং পুলিশ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এদিকে এই ঘটনায় এলাকায় মানুষের দাবি, এই রাস্তায় স্পিড বেকারের প্রয়োজন রয়েছে। তাহলে অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।