বাংলার খবর
গেরুয়া শিবিরে বড় ধাক্কা, পদ্ম ছেড়ে বিধায়কের হাত ধরে ঘাসফুলে যোগ দিলেন ১ হাজার BJP নেতা-কর্মীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় ১৩ নম্বর ও ১৪ নম্বর কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েত আরও শক্তিশালী হবে। এমনটাই ধারণা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।
রবিবার বিজেপির দুই গ্রাম পঞ্চায়েতের সদস্য, জেলা বিজেপি বিধানসভার সদস্য সহ প্রায় হাজার কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। রায়গঞ্জের ছত্রপুর এলাকার একটি মাঠে এই যোগদান কর্মসূচি পালন করা হয়।
এদিনের এই যোগদান কর্মসূচি উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল,তৃণমূল কংগ্রেস নেতা যাভেদ আক্তার, রায়গঞ্জ পুরসভার উপ পুরপিতা অরিন্দম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য ছিলাম নিরদ বিশ্বাস ও সুচীতা বর্মন এছাড়া জেলা বিজেপির বিধানসভার কর্ভেনার পার্থ দেবনাথ সহ প্রায় হাজার কর্মী সমর্থকেরা এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।
আরও পড়ুন: বালিগঞ্জে দ্বিতীয় স্থানে বামেরা, স্বামী ফুয়াদকে টেক্কা দিলেন সায়রা হালিম!
প্রসঙ্গত,সম্ভাবনাই সত্যি হয়েছে। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ২০ হাজার ২২৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। তবে বালিগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফলে বেশকিছু তাৎপর্যপূর্ণ বিষয়ও রয়েছে। প্রথমত বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম। এছাড়া বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ৬৪ এবং ৬৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের থেকেও বেশি ভোট পেয়েছে বামেরা। এরমধ্যে ৬৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
গত কলকাতা পুরসভা নির্বাচনে এই দু’টি ওয়ার্ডেই জয়ী হয়েছিল তৃণমূল। আরও একটি ঘটনা হল, স্বামী ডঃ ফুয়াদ হালিমকে টেক্কা দিলেন তাঁরই স্ত্রী সায়রা শাহ হালিম। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ফুয়াদ হাকিমকে প্রার্থী করেছিল সিপিএম। এবারের উপনির্বাচনে তাঁর জায়গায় বামেরা প্রার্থী করেছিল তাঁর স্ত্রী সায়রা শাহ হালিমকে। শনিবার ফলাফল বেরোনোর পর দেখা গেল ফুয়াদ হালিমের থেকে অনেকটাই ভোট বেশি পেলেন সায়রা। একুশের নির্বাচনে ফুয়াদ হালিম পেয়েছিলেন মাত্র ৮ হাজার ৪৭৪ ভোট। ৫.৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছিল সিপিএম। সেখানে উপনির্বাচনে সায়রা পেয়েছেন ৩০ হাজার ৯৭১ ভোট। ৩০.৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম।