দেশের খবর
দেশে একদিনে করোনায় আক্রান্ত এক লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে রকেট গতিতে বেড়ে চলেছে করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ২১ শতাংশ বাড়ল সংক্রমণ। সেই সঙ্গে গত জুন মাসের পর আবারও দেশে দৈনিক সংক্রমণ লক্ষ ছাড়ালো। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন।
সর্বাধিক সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৯২৫ জন। দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। বাংলায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৩১ জন। এ ছাড়াও, দিল্লিতে ১৭ হাজার ৩৩৫ জন, তামিলনাড়ুতে ৮ হাজার ৯৮১ জন এবং কর্নাটকে ৮ হাজার ৪৪৯ জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৯.২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট চার লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জন। দেশে সুস্থতার হার ৯৭.৫ শতাংশ।
দেশে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৭২ হাজার ১৬৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ২৯ হাজার ৯৪৮টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছ ৬৮ কোটি ৮৪ লক্ষ ৭০ হাজার ৯৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৯০ লক্ষ ৫৯ হাজার ৩৬০ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৫০ কোটি ৬১ লক্ষ ৯২ হাজার ৯০৩ জনের। করোনার পাশাপাশি দেশে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। এখনও পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ৭১ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ২০৩ জন। ওমিক্রনে আক্রান্তের দিক থেকেও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেই রাজ্যে মোট ৮৭৬ জন করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩ জন।!