বাংলার খবর
শিলিগুড়ি থেকে ৭ কেজিরও বেশি সোনার বিস্কুট উদ্ধার, ধৃত ৪

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ৭ কেজিরও বেশি সোনার বিস্কুট সহ চারজনকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৩ কোটি ৫০ লক্ষ টাকার বেশি। পাশাপাশি, ধৃতদের কাছ থেকে নগদ ১ কোটি ১ লক্ষ ৩৮ হাজার টাকাও উদ্ধার হয়েছে।
মঙ্গলবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাজস্ব গোয়েন্দারা হাসমিচক থেকে বিহারের বাসিন্দা বাবলু কুমার পাসওয়ান ও সনু কুমার রাজ্জক নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ২ কেজি ৬৭৭ গ্রাম সোনা উদ্ধার হয়। ধৃতদের জিজ্ঞেসাবাদ করে গোয়ান্দারা জানতে পারেন যে, ওই সোনা তারা হিলকার্ট রোডের একটি দোকান থেকে কিনে নিয়ে আসছিল। ধৃতদের সঙ্গে নিয়ে গোয়েন্দারা ওই সোনার দোকানে হানা দিয়ে আলিপুরদুয়ারের বাসিন্দা প্রকাশ বিশ্বাস ও তপন কুমার নামে আরও দু’জনকে গ্রেফতার করেন।
ধৃতদের কাছ থেকে আরও ৪ কেজি ৫০০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার হয়। পাশাপাশি, মোট সাতটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। সূত্রের খবর, দুবাই থেকে ওই সোনা বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে। গোয়েন্দাদের অনুমান, একটি বিরাট চক্র এর পেছনে যুক্ত রয়েছে। হিলকার্ট রোডের ওই সোনার দোকান ব্যবসায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা। ধৃত চারজনকে বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।