দেশের খবর
দেশে করোনায় একদিনে আক্রান্ত ১ লক্ষ ৮০ হাজার, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৩৩!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে করোনার দৈনিক সংক্রমণ রকেট গতিতে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ সাড়ে ১২ শতাংশ বেড়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৩৮৮ জন।
গোটা অতিমারী পর্বে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৫৭ লক্ষ ৭ হাজার ৭২৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১৩.২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮৩ হাজার ৯৩৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হারও কিছুটা কমে ৯৬.৬২ শতাংশে দাঁড়িয়েছে। দেশে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লক্ষ ৫২ হাজার ৭১৭টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৯ কোটি ১৫ লক্ষ ৭৫ হাজার ৩৫২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ২৯ লক্ষ ৬০ হাজার ৯৭৫ জন।
এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৫১ কোটি ৯৪ লক্ষ ৫ হাজার ৯৫১ জনের। দেশে করোনার পাশাপাশি আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন চারশোরও বেশি মানুষ। দেশে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা চার হাজার ৩৩ জন। তবে এর মধ্যে এক হাজার ৫৫২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। ওমিক্রন আক্রান্তের দিক থেকেও শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট এক হাজার ২৬২ জন করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। ওমিক্রন আক্রান্তের নিরিখে দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজস্থান। রাজস্থানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫২৯। তৃতীয় স্থানে দিল্লি। রাজধানীতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫১৩ জন।