দেশে আরও কমল করোনার সংক্রমণ, কমেছে মৃত্যুর সংখ্যাও
Connect with us

দেশের খবর

দেশে আরও কমল করোনার সংক্রমণ, কমেছে মৃত্যুর সংখ্যাও

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার তৃতীয় ঢেউ থেকে স্বস্তি ফিরছে দেশে। এই কয়েকদিন আগেই একদিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় চার লক্ষে পৌঁছে গিয়েছিল। তারপরই সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে কমতে শুরু করেছে সংক্রমণ।

অনেকদিন পর স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বাজার-হাট এবং পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক করে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা নিম্নমুখী। শনিবারও সেই ধারা বজায় রইল। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭০ জন। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজার ৯২০ জন। সংক্রমণ কমার পাশাপাশি কমেছে দৈনিক সংক্রমণের হারও।

গত 24 ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ১.৮০ শতাংশ। পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২৫ জনের। এরমধ্যে কেরলে মারা গিয়েছেন ১৯৫ জন। যদিও এর মধ্যে ১৯১ জনের আগেই মৃত্যু হয়েছিল। কিন্তু তা নথিভুক্ত ছিল না। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৫ লক্ষ ১১ হাজার ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ২৯৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট চার কোটি ২০ লক্ষ ৩৭ হাজার ৫৩৬ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৯২ হাজার ৯২ জন।

Advertisement