দেশের খবর
কেরলে পা রাখছে বর্ষা, কবে ভিজবে বঙ্গ…

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেশী রাজ্য কেরলে ঢুকছে বর্ষা। যারফলে আগামী ১০ দিনের মধ্যে বঙ্গে ঢুকে পড়বে বর্ষা। রবিবার বিকেল থেকে আগামী দু’একদিন রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবন জানাচ্ছে, গত কয়েকদিনের দাবদাহ থেকে মুক্তি মিলতে চলেছে খুব শীঘ্রই। বাংলার প্রতিবেশী রাজ্য কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করলেই তার কয়েক দিনের মধ্যে বঙ্গে পুরোপুরি ভাবে বর্ষা পা রাখার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণের এই রাজ্যে বর্ষার আগমণের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যারফলে আগামী কয়েক দিনের মধ্যেই কেরলে পা রাখবে মরশুমের প্রথম বর্ষা।
আরও পড়ুন: দাবার ফাইনালে হারার কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলের পরীক্ষায় খুদে গ্র্যান্ডমাস্টার
জানা গিয়েছে, শুধু কেরল নয়, দক্ষিণ-পশ্চিম এই মৌসুমি বায়ুর কারণে বৃষ্টি হতে পারে আরব সাগরের কিছু অংশ এবং লাক্ষাদ্বীপেও। ইতিমধ্যে আন্দামান সাগরে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যা ধীরে ধীরে অগ্রসর হবে আরব সাগরের দিকে। যারফলে কেরলে তৈরি হচ্ছে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ।
আরও পড়ুন: পিঠ বাঁচাতে মেদিনীপুরকে দিল্লির কাছে বিক্রি করেছে, নাম না করে শুভেন্দুকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
এদিকে মৌসম ভবনের তরফে অতি বৃষ্টির সতর্কতা হিসেবে কেরলের পাঁচ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী ২৯ মে পর্যন্ত জারি করা হয়েছে এই সতর্কবার্তা। সব মিলিয়ে এখন দেখার পূর্বাভাস মতন কবে থেকে শুরু হয় বৃষ্টি।