উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স, বাড়ির ছোট্টো সদস্যকে সুস্থ রাখার উপায় জানাল WHO
Connect with us

আন্তর্জাতিক

উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স, বাড়ির ছোট্টো সদস্যকে সুস্থ রাখার উপায় জানাল WHO

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারির মাঝেই নতুন করে বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করছে মাঙ্কিপক্সের আতঙ্ক। ভাইরাল এই রোগ ইতিমধ্যে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা মহাদেশ সহ বিশ্বের প্রায় বহু দেশে ছড়িয়ে পড়েছে।

চিকেন পক্সের মতোন দেখতে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচতে ইতিমধ্যে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। হু’য়ের তরফে বলা হয়েছে, প্রাপ্ত বয়স্কদের তুলনায় বাচ্চাদের বেশি করে আক্রান্ত করছে এই রোগের সংক্রমণ। ভাইরাস ঘটিত এই রোগের হাত থেকে বাঁচতে সবার আগে এই ভাইরাস সম্পর্কে জানতে হবে এবং শিশুর অভিভাবকদের সচেতন থাকতে হবে। তবেই না একসঙ্গে নিরাময় করা যাবে মারণ এই রোগকে।

শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে আরও জানানো হয়েছে, করোনার মহামারীর মতো কিছুতেই এই রোগকে বাড়তে দেওয়া যাবে না। মারণ ব্যাধিকে প্রতিহত করতে সাধারণ মানুষকে এখন থেকে মাঙ্কিপক্সের বিরুদ্ধে লড়াইয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে।

Advertisement

আরও পড়ুন: টেক্সাসে স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত ১৯ শিশু সহ ২১

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাচ্চাদের মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণগুলি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করে জানিয়েছেন যে, এই রোগের প্রথম উপসর্গগুলি হল-1. হালকা থেকে ধুম জ্বর।
2. সারা শরীরে লাল-লাল র‍্যাশ বেরোনো।
3. সারা শরীর ব্যথা ভাব অনুভূত হওয়া।
4. লিম্ফ নোড।
5. সারাদিল ক্লান্তিভাব।
অভিভাবকদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে, মাঙ্কিপক্সের সংক্রমণ এবং অন্যান্য উপসর্গের সূচনা থেকে ২ বা ৩ দিনের মধ্যে সারা শরীরে ফুসকুড়ি দেখা দিতে শুরু করবে। সাধারণত প্রথমে মুখে দেখা যায় এবং হাত, তালু এবং অবশেষে পায়ে ছড়িয়ে পড়ে। ফুসকুড়ি বেশিরভাগই তরল রসে ভরা থাকে।

এছাড়াও কোনও শিশুর জ্বর হলে প্রথম থেকেই তাকে পর্যবেক্ষণে রাখা দরকার। জ্বরের মাত্রা ১০২ থেকে ১০৩ ডিগ্রি পার করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Advertisement

আরও পড়ুন: লিটার প্রতি ৩০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম, মাথায় হাত ক্রেতাদের

যেভাবে রেহাই পাবেন মাঙ্কিপক্সের হাত থেকে-1. ভাইরাস ঘটিত এই রোগের হাত থেকে বাড়ির ছোটোদের রক্ষা করতে সবসময় পরিস্কার পরিছন্ন থাকা জরুরি।
2. বার-বার সাবান, স্যানিটাইজার হাত ধোওয়া দরকার। হাতকে জীবাণুমুক্ত রাখতে ২০ সেকেন্ড সাবানজলে হাত ধোয়া উচিত।
3. এমন কোনও মানুষের সংস্পর্শে যাবেন না, যাদের শরীরে র‍্যাশ বেরিয়েছে বা জ্বর হয়েছে।
4. মাঙ্কিপক্স ছোঁয়াচে রোগ তাই অসুস্থ রোগীদের সংস্পর্শে থাকবেন না।

আরও পড়ুন: সাবধান! শনির প্রভাব পড়তে চলেছে এই ৪ রাশি ওপর

Advertisement

প্রসঙ্গত, ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে অন্তত ১০০’টি এই রোগের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হাত থেকে বাঁচতে কোনও মানুষের শরীরে যদি এই রোগের সামান্যতম উপসর্গও ধরা পড়ে তাহলে তাঁকে অন্তত ২১ দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.