রাজনীতি
মগরাহাট জোড়াখুনে গ্রেফতার মূল অভিযুক্ত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জোড়া খুনের ঘটনায় শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলায় ডায়মণ্ডহারবারের মগরাহাট এলাকায়। খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে কলকাতা থেকে গ্রেফতার করল পুলিশ।
সূত্রের খবর, মগরাহাট জোড়া খুনের ঘটনায় রবিবার কলকাতার টালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত জানে আলম মোল্লাকে। রবিবার দুপুরে কলকাতার টালিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গাড়ি করে পালানোর সময় পুলিশ আধিকারিকরা তাকে গ্রেফতার করেন।
আরও পড়ুন:জোড়া খুনের অভিযোগে রণক্ষেত্রে মগরাহাট
শনিবার সাকালে নিজের সার কারখানায় ডেকে নয়ে গিয়ে বরুণ চক্রবর্তী ও মলয় মাখাল নামে ২ যুবককে গুলি করে ও কুপিয়ে খুন করে জানে আলম। এর পর এলাকা ছাড়ে সে। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় মগরাহাটের মাগুরপুকুরে। অভিযুত্ত জানে আলমের খোঁজ শুরু করে পুলিশ। ওদিকে তার পরিবারের সদস্যদের থানায় এনে জেরা শুরু হয়।
প্রসঙ্গগত, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন। টাকা ফেরতের টোপ দিয়ে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। শনিবার ডায়মন্ড হারবারের মগরাহাট থানার মাগুর পুকুর এলাকায় জোড়া খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ডের ছায়া নন্দীগ্রামে, দুই মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে গুলি তারপরে কুপিয়ে খুন করা হয়েছে ওই দুই যুবককে। মাগুর পুকুরের গরুর হাটে গোলমাল হয়। খুন হয়েছেন বরুণ রায় ও অমর রায়। বরুণ মগরাহাট থানার সিভিক ভলেন্টিয়ার। এই ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা মগরাহাটে। আগুন লাগিয়ে দেয়া হয়েছে কয়েকটি দোকানেও। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত।