মোদি সরকারের অজানা তথ্য ফাঁস করলেন ভাই প্রহ্লাদ মোদি
Connect with us

দেশের খবর

মোদি সরকারের অজানা তথ্য ফাঁস করলেন ভাই প্রহ্লাদ মোদি

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির মসনদে বসার আট বছর পূর্তি হল শনিবার। ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতাসীন কংগ্রেস দলকে হারিয়ে প্রথমবারের জন্য দিল্লি দখল করে NDA দল।

তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে আট বছর। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জিতে ফের দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্শিতে বসেন নরেন্দ্র মোদি। তবে মোটেও সহজ ছিল না দীর্ঘ এই রাজনৈতিক জীবনের সফর। প্রধানমন্ত্রী মোদি কেমন ছিলেন ছোটোবেলায়? ভাই হিসেবে কেমন ছিলেন মোদি এসবই শনিবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে খোলসা করে বললেন প্রধানমন্ত্রীর ছোটো ভাই প্রহ্লাদ মোদি।

তিনি বলেন,” ছোট থেকেই কঠিন পরিশ্রমী ছিলেন মোদি। পড়াশোনায়ও বেশ ভাল ছিলেন। কাউকে বিরক্ত করতেন না। নিজের কাজ খুব মনোযোগ দিয়ে করতেন। আমরা সকলেই ওঁকে অনুসরণ করতাম।”

Advertisement

আরও পড়ুন: ‘মোদি সরকার গরিবের সরকার’, গুজরাটের মঞ্চ থেকে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

আরও বলেন,”১৯৭০ সালে বাড়ি ছেড়েছিলেন নরেন্দ্র মোদি। তারপর থেকে তিনি আর আমাদের পরিবারের সন্তান নন, দেশের সন্তান। তাই তাঁর যাবতীয় সাফল্য শুধু আমাদের নয়, সারা দেশকে গর্বিত করেছে।” ভাই প্রহ্লাদের বক্তব্য, করোনার মতো কঠিন পরিস্থিতি প্রধানমন্ত্রী মোদি যে ভাবে মোকাবিলা করেছেন, তা বিশেষ প্রশংসার দাবি রাখে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভূমিকাকে তাঁর ছোট ভাই প্রহ্লাদ দশে-দশ দেবেন। এবং প্রহ্লাদ চান, আগামী ১৫ বছর দেশে মোদি সরকারই থাকুক!

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল সেনানবাহিনীর গাড়ি, মৃত ৭ জওয়ান

Advertisement

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি পেশায় একজন ডিলার। তিনি নিজে ‘ফেয়ার প্রাইস শপ ফেডারেশন’-এর সভাপতি। নরেন্দ্র মোদি ২০০১ সালে প্রথম গুজরাত রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তিনি প্রায়শই তার রাজনৈতিক এই দীর্ঘ যাত্রার কথা স্মরণ করার সময় গুজরাতে তার প্রশাসনিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে থাকেন।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.