দেশের খবর
অপারেশন ‘সিঁদুর’-এর সাফল্যে জওয়ানদের কুর্নিশ জানাতে পাঞ্জাবের আদমপুর ঘাঁটিতে মোদি

ভারতের বীর সেনাদের অসামান্য সাফল্যে সরাসরি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৩ মে) ভোরে তিনি পাঞ্জাবের আদমপুর বায়ু সেনাঘাঁটিতে যান এবং ‘অপারেশন সিঁদুর’-এ অংশগ্রহণকারী জওয়ানদের মুখোমুখি হয়ে তাঁদের সাহসিকতাকে অভিনন্দন জানান।
এর আগের দিন, অর্থাৎ সোমবার, জাতির উদ্দেশে ভাষণ দিয়ে মোদি সেনাবাহিনীর সাহসিকতায় দেশবাসীর পক্ষ থেকে স্যালুট জানিয়েছিলেন। এবার সেই কৃতজ্ঞতা পৌঁছে দিলেন সরাসরি মাঠে লড়াই করা সেনানীদের হাতে।
অপারেশন সিঁদুর: সন্ত্রাসের মোকাবিলায় ভারতের কড়া জবাব
স্মরণ করিয়ে দিই, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে টিআরএফ জঙ্গিদের হাতে ২৬ নিরস্ত্র সাধারণ মানুষ নিহত হন। এরপর ৭ মে ভোররাতে ভারতের বায়ুসেনা চালায় মাত্র ২৫ মিনিটের নির্ভুল অপারেশন — অপারেশন সিঁদুর।
এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (PoK) মোট নয়টি জঙ্গিঘাঁটি। ভারতীয় হামলায় ধ্বংস হয়ে যায় একাধিক পাক বায়ুসেনা ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম।
এই অভিযানে প্রাণ হারিয়েছে:
-
১০০-র বেশি জঙ্গি
-
৩৫-৪০ জন পাক সেনা
এই অপারেশনে ভারতীয় সেনারা সীমান্ত পার না করেই লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানে — যা প্রযুক্তিগত দিক থেকেও উল্লেখযোগ্য।
Sharing some more glimpses from my visit to AFS Adampur. pic.twitter.com/G9NmoAZvTR
— Narendra Modi (@narendramodi) May 13, 2025
প্রধানমন্ত্রীর বার্তা: “সাহস ও সংকল্পের প্রতীক আমাদের জওয়ানরা”
আদমপুর ঘাঁটি থেকে ফিরে নিজের X (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন:
“আজ সকালে আমি গিয়েছিলাম আদমপুর বায়ু সেনাঘাঁটিতে। বীর সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেছি। যাঁরা সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক — তাঁদের সঙ্গে থাকতে পারাটা এক বিশেষ অভিজ্ঞতা। আমাদের সশস্ত্র বাহিনী জাতির জন্য যে অবদান রাখে, তার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞ থাকবে।”
সেনাঘাঁটিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন সেনার উচ্চপদস্থ আধিকারিক ও কর্মরত জওয়ানরা। গোটা বায়ু ঘাঁটিতে ছিল গর্ব ও উৎসবের আবহ।