ভাইরাল খবর
মোবাইল চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও মোবাইল চোর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মোবাইল চুরি নিয়ে অতিষ্ট শহরবাসী। গত কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় মোবাইল চুরির ঘটনা বাড়ছিল। এই নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে বালুরঘাট থানায়। মঙ্গলবার দিনের বেলা ব্যস্ততম বাজারে সমস্ত দোকানপাট খোলা। সবাই যে যার কাজে ব্যস্ত।
ঠিক সেই ব্যস্ততার মাঝে ক্রেতা সেজে এক দোকানে আসে এক যুবক। দোকানদার একটু অন্যমনস্ক হতেই ঘটে বিপত্তি। কেনাকাটার পর চলে যাওয়ার সময় দোকান থেকে মোবাইল নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে ওই যুবক। ওই চোরের মোবাইল তুলে নেওয়া দোকানদারের নজরে আসে। দোকানদার হাতেনাতে ধরে ফেলে ওই চোরকে। এরপর স্থানীয় লোকজন উত্তম মধ্যম দিয়ে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ফেলে চোরকে।
এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। খবর পেয়ে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। ওই মোবাইল চোরকে গ্রেফতার করে নিয়ে যায়। ওই মোবাইল চোরের সাথে আর কে কে জড়িত আছে, এছাড়া তিনি আর কোনও চুরির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।