রাজনীতি
শিলিগুড়িতে প্রচারে নেমে পড়লেন বিধায়ক শঙ্কর ঘোষ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে নিজের ওয়ার্ডের ভোটারদের নাড়িস্পন্দন ভালোই জানা রয়েছে। তাই ২৪ নম্বর ওয়ার্ডে সময় না দিয়ে পুরনিগমের অন্য সব ওয়ার্ডে প্রথম পর্যায়ের প্রচারে সময় দিচ্ছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ।
রবিবার সকাল হতেই তিনি পৌঁছে গিয়েছিলেন পুরনিগমের ৩, ১০, ১১ এবং ১২ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীদের জন্য প্রচারে। সকালে বিজেপি বিধায়ক প্রথমে যান ১১ নম্বর ওয়ার্ডের অভিজ্ঞ বিজেপি প্রার্থী নান্টু পালের প্রচারে। অভিযোগ ওঠে, শনিবার রাতে দুষ্কৃতীরা নান্টু পালের প্রচারে এলাকায় লাগানো বেশ কিছু ফ্লেক্স ছিঁড়ে ফেলে। শংকরবাবুকে ওয়ার্ড ঘুরিয়ে সেসবই দেখান নান্টুবাবু। পাশাপাশি নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘এইসব তৃণমূলের কাজ। তারা ভয় পেয়ে বিজেপিকে আটকাতে চাইছে। কিন্তু তৃণমূল নিজের উদ্দেশ্যে সফল হবে না।
’ শংকরবাবু বলেন, ‘আমরা পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানাব। কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনওভাবেই পুরনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়।’ যদিও বিজেপির তোলা অভিযোগ মানতে নারাজ তৃণমূল। ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাসুদেব ঘোষ বলেন, ‘সহানুভূতি পাওয়ার জন্য বিজেপি এইসব মিথ্যে অভিযোগ তুলছে। নিজেরাই ফ্লেক্স ছিঁড়ে তৃণমূলের ওপর দায় চাপাচ্ছে।’