বাংলার খবর
দুর্ঘটনায় পা ভেঙ্গে যাওয়া শ্রমিকের পাশে দাঁড়ালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দুর্ঘটনায় পা ভেঙ্গে দীর্ঘ চার মাস ধরে বাড়িতে বসে রয়েছেন রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন সরকার। তপনবাবু পেশায় শ্রমিকের কাজ করতেন। গত বছর অক্টোবর মাসে হেমতাবাদ থানার সোনাবাড়িতে শ্রমিকের কাজ করছিলেন।
কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে পা ভেঙ্গে চার মাস ধরে বাড়িতে বসে রয়েছেন তপনবাবু। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অসহায় ভাবেই দিন গুজরান করছে তপনবাবুর পরিবার। এই খবর জানার পরই তপনবাবুর বাড়িতে ছুটে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। যেখানেই আর্ত পীড়িত মানুষের আবেদন পেয়েছেন, ছুটে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
বহু দুস্থ মানুষের ঘরবাড়ি তৈরি করে দেওয়া থেকে শুরু করে বিগত লকডাউনের সময়ে ‘ফুড ফর পুওর’ এর মতো কর্মসূচি গ্রহন করেছেন। এবার শীত পড়তেই তাঁর বিধানসভা এলাকার গরীব-দুস্থ মানুষদের প্রবল ঠান্ডার হাত থেকে রক্ষা করতে তাঁদের হাতে তুলে দেন শীতবস্ত্র কম্বল। এবার অসহায় তপনবাবুর পাশে গিয়ে দাঁড়ালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি সোমবার বাড়িতে গিয়ে তপনবাবুর সঙ্গে দেখা করে তাঁর হাতে শীতবস্ত্র, খাদ্য সামগ্রী সহ চলাফেরার জন্য ক্রেচার তুলে দেন। বিধায়কের কাছ থেকে এই সাহায্য পেয়ে খুশি তপনবাবু ও তাঁর পরিবার।