বাংলার খবর
শীতবস্ত্র বিতরণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রবল ঠান্ডায় কাতর রায়গঞ্জের গরীব ও দুস্থ মানুষেরা। তাঁদের সাহায্যার্থে এগিয়ে এলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের হাতিয়া এলাকার গরীব বাসিন্দাদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র কম্বল।
এই প্রবল শীতে উষ্ণতার পরশ পেয়ে উপকৃত হলেন এলাকার হাজার দুস্থ-গরীব ও অসহায় মানুষ। দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। যেখানেই আর্ত পীড়িত মানুষের আবেদন পেয়েছেন ছুটে গিয়ে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। বহু দুস্থ মানুষের ঘরবাড়ি তৈরি করে দেওয়া থেকে শুরু করে বিগত লকডাউনের সময়ে “ফুড ফর পুওর ” এর মতো কর্মসূচি গ্রহন করেছেন।
এবার শীত পড়তেই তাঁর বিধানসভা এলাকার গরীব ও দুস্থ মানুষদের প্রবল ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে তাঁদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র কম্বল। শুক্রবার রায়গঞ্জ বিধানসভা এলাকার মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের হাতিয়া এলাকায় ১ হাজার দুস্থ ও গরীব মানুষের হাতে তুলে দিলেন কম্বল। প্রবল এই ঠান্ডায় বিধায়কের কাছ থেকে কম্বল হাতে পেয়ে ভীষণ খুশি এলাকার দুস্থ ও গরীব অসহায় মানুষেরা।