বাংলার খবর
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : তাঁর দিন শুরু হয় জনকল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে। ফলে গোটা রায়গঞ্জ এলাকার মানুষ অপেক্ষায় থাকেন, আজকে কী জনকল্যাণমূলক কাজ করছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
জনকল্যাণমূলক কাজ তো এমনিই করেন, তার ওপর আবার তাঁর রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস। সেই দিন জনকল্যাণমূলক কাজ করবেন না তা হয় নাকি। শনিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের পর আজ, রবিবার রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সপ্তাহ উপলক্ষে শনিবার নানান সামাজিক ও দলীয় কর্মসূচি পালন করার পাশাপাশি রবিবার নিজের কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ শহরের সুপার মার্কেট সংলগ্ন এনএস রোডে অবস্থিত রায়গঞ্জের বিধায়কের কার্যালয়ে অনুষ্ঠিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। জেলার হাসপাতালগুলোতে রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিনের রক্তদান শিবিরে ৫০ জন মহিলা ও পুরুষ রক্তদান করেন।