বাংলার খবর
রায়গঞ্জেই এইমস হাসপাতাল করার দাবি জানালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : শনিবার শিলিগুড়িতে বিজেপির দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা বলেছিলেন, উত্তরবঙ্গে এইমস হাসপাতাল নির্মান হবে। কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গে এইমস হাসপাতাল তৈরি করবেন বলে জানিয়েছিলেন তিনি।
রাজু বিস্তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রবিবার এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, যদি কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গে এইমস হাসপাতাল নির্মানের সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহন করে, তাহলে অবশ্যই এইমস হাসপাতাল রায়গঞ্জে নির্মান করা হোক। তাঁর যুক্তি, উত্তরবঙ্গের একেবারে মধ্যস্থান হল রায়গঞ্জ। এখানে এইমস হাসপাতাল হলে মালদা থেকে দার্জিলিং, সব জেলার মানুষের দূরত্বের দিক থেকে একেবারে সঠিক হবে। রায়গঞ্জে এইমস হাসপাতাল নির্মানের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহনের বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠিও লিখেছেন কৃষ্ণ কল্যাণী।
তাঁর আশা, রাজ্যের উন্নয়নের সরকার রায়গঞ্জে এইমস হাসপাতাল নির্মানের জন্য সবরকম সহযোগিতা করবে। তবে, যদি বিজেপি সাংসদ রাজু বিস্তা ভোটের রাজনীতির জন্য এই ধরণের মন্তব্য করে থাকেন, তাহলে মানুষ তার যোগ্য জবাব দেবে বলেও জানিয়ে দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।