বাংলার খবর
পথ দুর্ঘটনায় মৃত যুবকের পরিবারকে সহযোগিতার আশ্বাস বিধায়ক কৃষ্ণ কল্যাণীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পথ দুর্ঘটনায় মৃত যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ থানার হাতিয়া গ্রামের বাসিন্দা বিভিশন চন্দ্র দাসের ছেলে অনির্বাণ দাস গত ১ তারিখে বন্ধুদের সঙ্গে মালদা জেলার অদিনাতে পিকনিক করতে গিয়েছিলেন।
পিকনিক করে ফেরার পথে মালদার গাজল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে তার বাইকটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনির্বাণের। এই খবর শোনার পরই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অনির্বাণের বাড়িতে ছুটে যান। মৃত অনির্বাণের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
অনির্বাণের বাবা বিভিশন চন্দ্র দাস জানিয়েছেন, ছেলের পথ দুর্ঘটনার খবর পেয়ে বিধায়ক বাড়িতে এসে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিধায়ক কৃষ্ণ কল্যাণী বাড়িতে আসায় তিনি খুশি বলেও জানিয়েছেন।