বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মানুষের বিপদের কথা শুনতেই ঝাঁপিয়ে পড়েছেন বারবার। রায়গঞ্জের বাহিন অঞ্চলের সহরাই মোড় এলাকায় একটি মাত্র ট্রান্সফরমার থাকায় এলাকার মানুষকে প্রায় অন্ধকারের মধ্যে থাকতে হয়।
লো ভোল্টেজেরের কারণে দীর্ঘ তিন বছর ধরে রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের সোহারই এলাকার তিনটি গ্রামের মানুষ চরম সমস্যার মধ্যে দিন গুজরান করছিলেন। তাঁদের সমস্যার কথা শুনে সমাধান করতে এগিয়ে এলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে ওই এলাকাতে একটি ট্রান্সফরমার বসানোর ব্যবস্থা করলেন কৃষ্ণ কল্যাণী।
এই ট্রান্সফরমার বসানোর ফলে তিনটি পাড়ার প্রায় ২৫০০-৩০০০ মানুষ উপকৃত হলেন। তাঁদের আর লো ভোল্টেজেরে দিন গুজরান করতে হবে না। এই উদ্বোধন অনুষ্ঠানে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার উপ-পুরপিতা অরিন্দম সরকার। এই ট্রান্সফরমার বসানোর ফলে খুশি এলাকার মানুষজন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ