দশ বছর পর ফিরতে না ফিরতে আবার ঝামেলা শুরু মিঠুন চক্রবর্তীর! পুলিশের সাহায্য চাইলেন মিঠুন চক্রবর্তী
Connect with us

দশ বছর পর ফিরতে না ফিরতে আবার ঝামেলা শুরু মিঠুন চক্রবর্তীর! পুলিশের সাহায্য চাইলেন মিঠুন চক্রবর্তী

পুরোনাম :

ডাক নাম :

জন্ম তারিখ :

জাতীয়তা :

পেশা :

পেশা :

কর্মজীবন :

রাজনৈতিক দল :

দাম্পত্য সঙ্গী :

সন্তান :

শিক্ষা :

Rate this post

বেঙ্গল এক্সপ্রেসঃ বিগত 10 বছর পর জি বাংলায় ডান্স বাংলা ডান্সে ফিরে আসলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। ডান্স বাংলা ডান্স এর মুকুট তিনি। কিন্তু এত বছর পরেও ফিরে এসে শান্তিতে নেই তিনি। কার জন্য এত অশান্তি? কেনই বা এত অতিষ্ঠ মিঠুন চক্রবর্তী?

আসলে ছোটদের ভীষণ পছন্দের একটি গ্রাফিক্স চরিত্র হল কেকে। কেকে হল একটি ভুত আর সেই ভূতকে নিয়েই যত দুনিয়ার সমস্যা। ডান্স বাংলা ডান্স শো এর সেটে এক বিশেষ পর্বে পুলিশ আসলে সঙ্গে সঙ্গে তাকে তার নিজের অভিযোগ জানান মহাগুরু। কিন্তু তাতে তার কোন লাভ হয়নি। পুলিশের তরফ থেকে জানানো হলো যে ভূতের বিরুদ্ধে অর্থাৎ কেকের বিরুদ্ধে কোন অভিযোগ তিনি নেননি। আর নেবেন ও না।

আরও পড়ুন-গাড়িচালকদের জন্য নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার! না মানলেই পড়তে হবে অনেক বড় বিপদে

Advertisement

তারপরও মিঠুন চক্রবর্তীর মন রাখার জন্য সেই পুলিশটি বলেন ভেবে দেখবেন তিনি। এ বিষয়ে। আর এই কথা শুনে অর্ডিন্যান্স ও জ াজ এবং পার্টিসিপেন্টরা সবাই হো হো করে হেসে ওঠে। ঔষধ এংকারিং অর্থাৎ সঞ্চালক অঙ্কুশ হাজরা টিআরপির তালিকায় হিট হওয়ার খবরও জানিয়েছেন। ডান্স বাংলা ডান্স শো এর সবাই বেশ খুশি তাতে। কারণ নন ফিকশন রিয়েলিটি শোতে ঠিক ভালো করে টিআরপি ওঠেনা, কিন্তু মিঠুন চক্রবর্তী থাকার কারণে যেন সবকিছুই ওটাই বদলে গেছে টিআরপি যেন হাই লেভেলের। আর হবেই না কেন সকলের মধ্য মনি যে তিনি। কিন্তু দশ বছর তাকে জি বাংলায় দেখতে পাওয়া যায়নি। এর কি কারণ তা খোদ মিঠুন চক্রবর্তীর নিজেই জানিয়েছেন।

মিঠুন চক্রবর্তী বলেছেন যে, কারণ একটাই জি বাংলার ভাবনাকে ধার করে জাতীয় স্তরে জির স্থির করে “ডান্স ইন্ডিয়া” ডান্স শুরু করবার আমিও গিয়েছিলাম সেখানে। ডেকে নিয়ে গিয়েছিল আমাকে। তবে আমার উদ্দেশ্য ছিল অন্য ধরনের, কিছু বছর আগে পর্যন্ত সকলে প্রশ্ন করত আমাকে যে, ‘এই শিশুগুলোর ভবিষ্যৎ কি, ডান্সার? গান গাওয়া তাও অনেকেই মেনে নেন, কিন্তু নাচটাকে কেউ মেনে নিতে চান না।  আর মিঠুন চক্রবর্তী তিনি এই মিথটাকেই পরিবর্তন করতে চেয়েছিলেন।  তিনি বলেন অনেক ডান্সারের জন্ম হয়েছে এই সব স্টেজের মাধ্যমে। এখন আর মিঠুন চক্রবর্তীকে ঐসব প্রশ্ন শুনতে হয় না উনার স্বপ্ন ও উদ্দেশ্য পূরণ হয়েছে।

Advertisement

জীবন ও শিক্ষা :

অভিনীত চলচ্চিত্র :

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.