Uncategorized
নিখোঁজ মামা-ভাগ্নের দেহ উদ্ধার স্থানীয় পুকুর থেকে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পুকুর থেকে উদ্ধার হল মামা ও ভাগ্নের মৃতদেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের মুহুরী পাড়া এলাকায়। মৃতরা হলেন মণিন্দ্র রায় (২৪) ও বছর সাতেকের কমলেশ রায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন মণিন্দ্র। শনিবার সকালে শৌচকর্মের জন্য বাড়ি থেকে বের হন মণিন্দ্র ও কমলেশ। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও দু’জন বাড়িতে না ফিরলে তাদের খোঁজ শুরু করেন পরিবারের লোকেরা। তবে দু’জনের কোনও খোঁজ মেলেনি। সন্দেহ হতেই স্থানীয় কয়েকজন এলাকার একটি পুকুরে নেমে তাঁদের খোঁজ চালান। এরপর পুকুর থেকে উদ্ধার হয় মামা ও ভাগ্নের নিথর দেহ।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ দু’টি উদ্ধার করে। পরিবারের দাবি, মানসিকভাবে অসুস্থ ছিলেন মণিন্দ্র। পুকুর পাড়ে শৌচকর্ম করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মণিন্দ্র ও কমলেশ কেউই সাঁতার জানত না বলেই দাবি পরিবারের। মানিকগঞ্জ পুলিশ আউট পোস্টের ওসি ধনঞ্জয় মজুমদার জানান, দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।