বন্ধ স্কুল, সুযোগ বুঝে স্কুল ঘরের দরজা জানালা নিয়ে চম্পট দুষ্কৃতিরা
Connect with us

বাংলার খবর

বন্ধ স্কুল, সুযোগ বুঝে স্কুল ঘরের দরজা জানালা নিয়ে চম্পট দুষ্কৃতিরা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: লকডাউনে খোয়া গিয়েছে স্কুল ঘরের দরজা জানালা। ফলে স্কুলঘরেই অবাধে বসছে মদের আসর। এমতাবস্থায় স্কুলের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে গিয়ে সমস্যায় পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গোয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনের কাছে বারংবার সমস্যা সমাধানের আর্জি জানানো হলে কোন সুরাহা না হওয়ায় বিপাকে স্কুল কতৃপক্ষ।

করুণ দশা স্কুল ভবনের। লকডাউনের স্কুলছুটি থাকার সুযোগে সমস্ত দরজা জানালা চুরি করে নিয়েছে দুষ্কৃতিরা। প্রশাসনের কাছে এবিষয়ে অভিযোগ করা সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় বিপাকে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা আবহে দীর্ঘকাল বন্ধ ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সেই সুযোগে স্কুলে আসর বসায় সমাজবিরোধীরা। লকডাউনে টানা স্কুলছুটিতে ধীরে ধীরে চুরি হয়ে যায় স্কুলের সমস্ত দরজা জানালা। বিষয়টি নজরে আসতেই সমস্যায় পড়েছে স্কুল কতৃপক্ষ। স্কুলের সমস্ত জিনিসপত্র পাশের এক গ্রামে রেখে এসেছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন দত্ত।

বর্তমানে দরজা-জানালাহীন স্কুলঘরগুলিতে সন্ধ্যা নামলেই মদের আসরে ভীড় জমছে সমাজবিরোধীদের। ফলে ক্লাসরুমের ভিতরেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকছে মদের বোতল। এমতাবস্থায় স্কুল চালাতে গিয়ে সমস্যায় পড়েছে শিক্ষকেরা। কখনও খোলা আকাশের নিচে, আবার কখনও স্কুলেরই একটি শ্রেণী কক্ষে সমস্ত ক্লাসের পড়ুয়াদের পঠনপাঠন হচ্ছে। চুরির ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ জানানোর দীর্ঘ কয়েকমাস কেটে গেলেও এখনও তার সুরাহা হয়নি।

Advertisement

স্কুলভবনের এই করুণদশা সম্পর্কে বিদ্যালয় পরিদর্শকের কাছেও অভিযোগ জানানো হয়েছে। ঘটনা সম্পর্কে জানতে পেরে স্কুল পরিদর্শনে এসেছিলেন বিডিও ও অন্যান্য আধিকারিকেরা। তাদের কাছে স্কুলের ভবনের সংস্কারের আর্জিও জানানো হয় কর্তৃপক্ষের তরফে। যদিও এবিষয়ে এখনো যথাযথ পদক্ষেপ না নেওয়ায় ভোগান্তি অব্যাহত পড়ুয়া ও শিক্ষকদের। অবিলম্বে এই সমস্যার যথোবিহিত সমাধানের দাবী তুলেছেন স্কুল কতৃপক্ষ ও গ্রামবাসীরা।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.