বাংলার খবর
শিক্ষকের মোবাইল নিয়ে চম্পট দিল দুষ্কৃতি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ডালখোলা এলাকায় দিন দিন বাড়ছে চুরি, ছিনতাই ও দুষ্কৃতীদের তান্ডব। প্রায় বিভিন্ন এলাকা থেকে চুরি সহ দুষ্কৃতি দৌরাত্ম্যের খবর পাওয়া যায়। সঙ্গে বেড়েছে মোবাইল চোরের দৌরাত্ম্য। এবার স্কুল শিক্ষকের মোবাইল ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতিরা।
ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার হাসান গ্রামে। জানা গিয়েছে, হরিপদ বিশ্বাস নামে ওই শিক্ষক ফোনে কথা বলতে বলতে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাইকে চেপে তিন যুবক ওই শিক্ষকের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে শনিবার ওই শিক্ষক ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, ডালখোলা থানার অসুরাগড়, সূর্যাপুর, ঝিটকিয়া, ডালখোলা বাইপাস এলাকা থেকে পথচলতি মানুষের মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা অহরহ ঘটছে। স্থানীয় মানেষদের অভিযোগ, পুলিশের টহলদারি না থাকার কারণেই মোবাইল ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে।