Breaking News: কেন্দ্রীয় মন্ত্রীত্ব ছাড়লেন মোক্তার আব্বাস নকভি, উপরাষ্ট্রপতি হওয়া নিয়ে জল্পনা!
Connect with us

দেশের খবর

Breaking News: কেন্দ্রীয় মন্ত্রীত্ব ছাড়লেন মোক্তার আব্বাস নকভি, উপরাষ্ট্রপতি হওয়া নিয়ে জল্পনা!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মন্ত্রীত্ব ছাড়লেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী মোক্তার আব্বাস নকভি। ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট সংখ্যালঘু মুখ মোক্তার আব্বাস নকভি বুধবার সন্ধ্যায় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন বলে সূত্র মারফৎ খবরে জানা গিয়েছে। তাঁর এই পদত্যাগের পরই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। তাহলে কী মোক্তার আব্বাস নকভিকে পরবর্তী উপরাষ্ট্রপতি করার চিন্তাভাবনা করছে NDA শিবির! 

 জানা গিয়েছে, বৃহস্পতিবারই মন্ত্রীত্বের মেয়াদ শেষ হচ্ছে মোক্তার আব্বাস নকভির। যার ফলে তিনিই হতে পারেন এনডিএ শিবিরের সম্ভাব্য উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এদিন আব্বাস নকভির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ আর পি সিং-ও। 

এদিকে আগামী ৬ অগাস্ট হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। ওই দিনই হবে ভোট গণনা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগেই ঘোষণা করা হয়েছে যে, ৫ জুলাই উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মনোয়ন স্ক্রুটিনী করা যাবে ২০ জুলাই পর্যন্ত। তারপর ৬ অগাস্ট ঘোষণা হবে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতির নাম। 

Advertisement