বাংলার খবর
রাতে ঘরেই ঘুমিয়ে ছিল, সকালে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরল আদিবাসী নাবালিকা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার সোনামুখী থানার মানিক বাজার গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, আদিবাসী ঐ শিশুর বাবা-মা বেশ কিছু বছর আগেই মারা গিয়েছেন। পিসির সঙ্গে গ্রামের বাড়িতেই থাকত সে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সোমবার রাতেও বাড়িতে সে ঘুমোচ্ছিল। তখন তাকে কেউ বা কারা তুলে নিয়ে যায়।
বিষয়টি গ্রামের লোক বুঝতে পেরে রাতেই খোঁজাখুঁজি শুরু করলেও সন্ধান মেলেনি। মঙ্গলবার ভোরেই রক্তাক্ত অবস্থায় সে নিজেই বাড়িতে ফেরে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে। গ্রামে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস, বিষ্ণুপুরের এস.ডি.পি.ও কুতুবউদ্দিন খান, সোনামুখী থানার আই.সি সূর্যদীপ্ত ভট্টাচার্য।
আরও পড়ুন: গরমের ছুটি বৃদ্ধি নিয়ে শুভেন্দুর উল্টো পথে দিলীপ ঘোষ, সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালেন
স্থানীয় বাসিন্দা বৈদ্যনাথ টুডু, বুধন মুর্ম্মুরা ঐ নাবালিকাকে ‘ধর্ষণ’ করা হয়েছে অভিযোগ করে জানান, রাতে বিষয়টিকে তাঁরা ‘ছেলেধরা’র ঘটনা বলে মনে করে ছিলেন। তবে ভোরে ওই নাবালিকা বাড়ি ফিরলে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। এলাকায় মদের ভাটির সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এই ধরণের দুস্কর্ম ঘটছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।
আরও পড়ুন: সময়সীমা শেষ, বুধবারই ইলিশ অভিযানে বেরোচ্ছেন মৎস্যজীবীরা
এই বিষয়ে মানিক বাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অরিজিৎ মল্লিক জানান, পুলিশে অভিযোগ জানানো হয়েছে। গ্রামে পুলিশের শীর্ষ আধিকারিকরা এসেছিলেন। দু’এক দিনের মধ্যেই অভিযুক্তকে ধরা যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।