বাংলার খবর
মামাবাড়িতে এসে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মামার বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক ঘটনা। মাছ ধরতে গিয়ে জলে ডুবে নিখোঁজ কিশোর।
জানা গিয়েছে, মায়ের সঙ্গে ধূপগুড়ি পৌরসভার ১৬ নং ওয়ার্ডে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মামার বাড়ির পাশ দিয়ে বয়ে গিয়েছে কুমলাই নদী। সেই নদীতে তিন বন্ধু মিলে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই কিশোর।
আরও পড়ুন: বিতর্কিত মন্তব্য নিয়ে এবার নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ
এদিকে এই ঘটনায় খবর দেওয়া হয় ধুপগুড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীদের। স্থানীয় মানুষজন একসঙ্গে দীর্ঘ খোঁজাখুঁজির পর এখনও পর্যন্ত ওই কিশোরকে উদ্ধার সম্ভব হয়নি। ইতিমধ্যে ডাকা হয়েছে ডিজাস্টার টিমকে। তবে কি অবস্থায় রয়েছে ওই কিশোর তা কিন্তু এখনও কেউ বলতে পারছেন না।
আরও পড়ুন: অশান্তিকারীদের কাউকে ছাড়া হবে না, সর্বোচ্চ শাস্তি হবে, হুঁশিয়ারি জাভেদ শামিমের
ঘটনা দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এলাকায়। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায় রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।