দেশের খবর
সিগারেট কিনতে ১০ টাকা না দেওয়ায় নাবালককে পিটিয়ে খুন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইচ্ছা হয়েছিল সিগারেট খাওয়ার। কিন্তু টাকা দিয়ে সিগারেট কেনার ইচ্ছা ছিল না। তাই পাশেই দাঁড়িয়ে থাকা ১০ বছরের এক নাবালকের কাছ থেকে সিগারেট কেনার জন্য ১০ টাকা চায় চার যুবক। কিন্তু সিগারেট কেনার জন্য টাকা দিতে অস্বীকার করে ওই নাবালক। তারপরই তাকে ধমকাতে শুরু করে ওই চার যুবক। তাতেও টাকা দিতে না চাওয়ার নাবালককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এই চার যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্য দিল্লির আনন্দ পর্বত এলাকায়।
সোমবার আনন্দ পর্বত এলাকার একটি স্কুলের সামনে ওই নাবালকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপরে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই নাবালকের রক্তাক্ত দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, ওই নাবালককে লাঠি দিয়ে মারার পাশাপাশি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তার সারা শরীরে কালশিটে দাগ রয়েছে। মৃত ওই নাবালকের নাম বিজয়। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত ওই ৪ যুবককে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে অভিযুক্তরা খুনের কথা স্বীকার করে নিয়েছে। চারজনের বিরুদ্ধেই খুনের মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চার যুবক মৃত নাবালক বিজয়ের পূর্ব পরিচিত ছিল। গত রবিবার রাতে বিজয়ের কাছ থেকে সিগারেট খাওয়ার জন্য ১০টাকা চায় এলাকারই দর্জি সনু ও তার তিন সঙ্গী প্রবীণ, অজয় এবং যতীন। সেই টাকা দিতে অস্বীকার করায় চারজনে মিলে বিজয়কে মারধর শুরু করে। তখনই বিজয়কে ছুরি দিয়ে আঘাত করে সনু। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজয়ের।