ছিটকে গেলেন মিলনে, চেন্নাইয়ে যোগ দিচ্ছেন জুনিয়র মালিঙ্গা!
Connect with us

খেলা-ধূলা

ছিটকে গেলেন মিলনে, চেন্নাইয়ে যোগ দিচ্ছেন জুনিয়র মালিঙ্গা!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বৃহস্পতিবারই নবি মুম্বইয়ে পয়েন্ট টেবিলের ‘লাস্ট বয়’ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। তার আগেই ধাক্কা খেল রবীন্দ্র জাদেজার দল। টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে গেলেন দলের পেসার অ্যাডম মিলনে। এমনিতেই ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরে ৯ নম্বরে রয়েছে সিএসকে। গত ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের এই পেসার।

ফলে টুর্নামেন্ট থেকেই এবার তিনি ছিটকে গেলেন। তবে তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম বৃহস্পতিবারই ঘোষণা করে দিয়েছে সিএসকে। শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানাকে নিচ্ছে সিএসকে। ২০ লক্ষ টাকায় সিএসকে তাঁকে দলে নিচ্ছে বলে আইপিএল-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। পাথিরানা হলেন শ্রীলঙ্কার ষষ্ঠ ক্রিকেটার, যিনি এবারের আইপিএলে খেলছেন। ২০২০ ও ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলা ১৯ বছরের এই ক্রিকেটারকে ‘জুনিয়র মালিঙ্গা’ হিসেবেও ডাকা হয়। কারণ পাথিরানার বোলিং অ্যাকশন অনেকটা মালিঙ্গার মতোই। দুরন্ত ইয়র্কার দিতে পারেন। ক্যান্ডির ট্রিনিটি কলেজের হয়ে অভিষেক ম্যাচেই ৭ রান দিয়ে ছয় উইকেট নিয়েছিলেন তরুণ এই পেসার।

আরও পড়ুন – আবাহনীর বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত উইলিয়ামস

Advertisement
Continue Reading
Advertisement