দেশের খবর
ফের জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা! যৌথবাহিনীর এনকাউন্টারে মৃত্যু এক জঙ্গির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত বুধবার রাতে জোড়া জঙ্গি হামলায় এক পুলিশ আধিকারিক এবং এক সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। এরপর থেকেই উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়। তার পর সিআরপিএফ এবং জম্মু কাশ্মীরের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পাঁচ কেজি আইইডি উদ্ধার করে।
তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল, বড়সড় জঙ্গি হামলায় চেষ্টায় আছে জঙ্গিরা। বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালান শুরু করে। কিন্তু তা সত্ত্বেও আটকানো গেল না জঙ্গিদের নাশকতা। ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শুক্রবার অনন্তনাগ জেলার মুমানহাল (আরওয়ানি) এলাকায় নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে এক জঙ্গি।
সে কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য, তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খতম হয়েছে ওই জঙ্গি। তার কাছ থেকে একটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল মিলেছে। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।