দেশের খবর
রাজস্থানে ভেঙে পড়ল মিগ-২১, মৃত্যু এক উইং কমান্ডারের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সস্ত্রীক সিডিএস প্রধান বিপিন রাওয়াত সহ ১২ সেনা আধিকারিকের কপ্টার দুর্ঘটনায় প্রয়াত হওয়ার স্মৃতি এখনও টাটকা। তারই মধ্যে আবারও বায়ুসেনার বিমান দুর্ঘটনার কবলে পড়ল। এবার রাজস্থানের জয়সলমীরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বিমান।
শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় প্রাণ হারান উইং কমান্ডার হরসিত সিনহা। বায়ুসেনার পক্ষ থেকে টুইটে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ ওয়েস্ট সেক্টরে প্রশিক্ষণ চলাকালীন আইএএফের মিগ-২১ বিমানটি ভেঙে পড়ে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বায়ু সেনা। পরবর্তীতে আইএএফের তরফে উইং কমান্ডারের মৃত্যুর কথা জানানো হয়। ঘটনার পর জয়সলমীরের পুলিশ সুপার অজয় সিং জানান, ডেজার্ট ন্যাশনাল পার্ক সংলগ্ন এলাকায় যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। প্রসঙ্গত, এই বছরই একাধিক মিগ-২১ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
সম্প্রতি কপ্টার দুর্ঘটনায় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও মৃত্যু হয়েছে। গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে বায়ুসেনার এমআই-১৭ ভি৫ কপ্টার ভেঙে পড়ে। সেই কপ্টারে সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াত সহ ১৪ জন ছিলেন। প্রত্যেকেরই মৃত্যু হয়। শুক্রবার আবরও বিমান দুর্ঘটনায় এক কমান্ডারের মৃত্যু হল।