দেশের খবর
মাইক্রোসফটে ফের বড়সড় কর্মী ছাঁটাই, ৬ হাজারেরও বেশি কর্মী হারাবেন চাকরি

বিশ্বের অন্যতম বৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট আবারও ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল। ২০২৩ সালের পরে ২০২৫ সালেও তারা বিশ্বব্যাপী প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এই ছাঁটাই মাইক্রোসফটের মোট কর্মীসংখ্যার প্রায় ৩ শতাংশ।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, খরচ কমানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-তে অধিক বিনিয়োগের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোম্পানির সর্বশেষ হিসাব অনুযায়ী, জুন মাস পর্যন্ত তাদের স্থায়ী কর্মীর সংখ্যা ছিল ২ লক্ষ ২৮ হাজার। এর মধ্য থেকে প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করা হবে।
এই ছাঁটাই ২০২৩ সালের পরে সবচেয়ে বড়, কারণ তখনও তারা ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল। এরপর চলতি বছর জানুয়ারিতেও সীমিত সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়। মাইক্রোসফটের এক মুখপাত্র জানান, ‘‘আমরা সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে ধারাবাহিক পরিবর্তন আনছি যাতে ভবিষ্যতের প্রযুক্তিগত চাহিদা পূরণ করা যায়।’’
আরও পড়ুন – জয়শঙ্করের জন্য বুলেটপ্রুফ গাড়ি, নিরাপত্তায় বড়সড় বাড়তি সতর্কতা কেন্দ্রের
AI-ভিত্তিক পরিকাঠামো গড়ে তুলতে মাইক্রোসফট চলতি অর্থবছরে প্রায় ৮০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে, যার অধিকাংশই AI ডেটা সেন্টার তৈরির কাজে লাগানো হবে। নতুন প্রযুক্তিকে ব্যবহারযোগ্য ও শক্তিশালী করে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিজেদের কর্মীবিন্যাস পুনর্গঠন করছে।