বাংলার খবর
সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের সুবিধার্থে নির্ধারিত সময়ের আগেই শুরু হবে মেট্রো পরিষেবা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী ১৯ জুন, রবিবার রাজ্যে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের (WBCS) প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার নির্দিষ্ট সময়ের আগেই মেট্রো পরিষেবা চালু হবে বলেই মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
সাধারণত রবিবার সকাল ন’টা থেকে চালু হয় মেট্রো পরিষেবা। কিন্তু ১৯ তারিখ পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। সেইসঙ্গে ১৯ তারিখ মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে। ১৩০টির পরিবর্তে ওইদিন ১৩৪টি মেট্রো চলবে। তার মধ্যে ১২৯টি মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে। বাকিগুলো চলবে দমদম থেকে কবি সুভাষের মধ্যে। শুধু তাই নয়, ১৫ মিনিটের পরিবর্তে ওই দিন ১০ মিনিট অন্তর মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে শেষ মেট্রোর সময়সীমা অপরিবর্তিত রাখা হয়েছে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে আটটায়। আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোও ছাড়বে সকাল সাড়ে আটটায়। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমগামী প্রথম মেট্রোও ছাড়বে সকাল সাড়ে আটটায়।