বাংলার খবর
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দিয়ে মেরে ফেলার অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মানসিক ভারসাম্যহীন এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলল গ্রামবাসীরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার উত্তর কচরা গ্রামে। মৃত যুবকের নাম জামিরুদ্দিন ( ২২)। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করনদিঘীর উত্তর কচরা গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবক জামিরুদ্দিন সাইকেল নিয়ে লাহুতারা মামার বাড়িতে বেড়াতে যায়। আচমকা রাতে ঘুম ভেঙে সে বাড়ির উদ্দেশ্যে সাইকেলে রওনা হয়। পথে তাকে দেখে জিজ্ঞাসাবাদ করতে অসংলগ্ন কথাবার্তা শুনে চোর সন্দেহে লাহুতারা গ্রামের বাসিন্দারা গনধোলাই দেওয়া শুরু করে।
আরও পড়ুন: স্কুলের মিড-ডে মিলের খাবারে মরা টিকটিকি, অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ৫৭ পড়ুয়া
এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে উত্তর করচা গ্রামের তাঁর আত্মীয় স্বজনরা। তাঁরা গণধোলাইয়ে বাধা দিলেও লাহুতারার বাসিন্দারা তা শোনেনি বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় জামিরুদ্দিনকে করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। রায়গঞ্জ হাসপাতালে গুরুতর জখম জামিরুদ্দিনকে নিয়ে আসার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: কংগ্রেস কর্মীর উপর পিস্তল নিয়ে হামলা, অভিযোগের তির শাসক শিবিরের বিরুদ্ধে
এদিকে ওই যুবকের এই মৃত্যুর ঘটনার পরই উত্তেজনা দেখা দেয়। একজন মানসিক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদেহ ময়নাতদন্তের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ।