১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষেরা দেশ ছাড়তে পারবেন না! জরুরী অবস্থা জারি করলেন ইউক্রেন প্রেসিডেন্ট
Connect with us

দেশের খবর

১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষেরা দেশ ছাড়তে পারবেন না! জরুরী অবস্থা জারি করলেন ইউক্রেন প্রেসিডেন্ট

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফিরে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি। শুরু হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে সব থেকে বড় সংঘাত।

অন্যদিকে জানা গিয়েছে, ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছেন, দেশ ছেড়ে ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষেরা যেতে পারবেন না। তবে তাঁদের যুদ্ধের কাজে লাগানো হবে কিনা তা অবশ্য জানা যায়নি। তবে এই নতুন নিয়ম সামরিক আইন বজায় থাকা অবধি কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, ইউক্রেনে এখনও পর্যন্ত কমপক্ষে ৫৭ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন রাশিয়ার আঘাতে। পাশাপাশি ইউক্রেন সেনা দাবি করেছে, খারকিভের কাছে রাশিয়ার ৪টি যুদ্ধ ট্যাংক ধ্বংস করা হয়েছে। লুহানস্ক অঞ্চলেও ৫০ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও প্রতিটি তথ্য অস্বীকার করেছে রাশিয়া। এই মুহূর্তে দুই দেশের সংঘাত নিয়ে টানটান উত্তেজনা গোটা বিশ্ব জুড়ে।