খেলা-ধূলা
শুটিং বিশ্বকাপে প্রথম সোনা জিতলেন বাংলার মেহুলি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিশ্ব ক্রীড়া ক্ষেত্রে আবারও বাঙালির জয়জয়কার। সিনিয়র শুটিং বিশ্বকাপে প্রথম সোনা জিতলেন বাংলার মেহুলি ঘোষ। বুধবার দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে শুটিং বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ভারতের হয়ে সোনা জিতলেন হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি ও তাঁর পার্টনার শাহু তুষার মান। এই ভারতীয় জুটি ১৭-১৩ পয়েন্টে হারালেন হাঙ্গেরির জুটি এস্তার মেসজারোস এবং ইস্তভান পেনকে।
বুধবার শুটিং বিশ্বকাপে আরও একটি পদক জিতেছে ভারত। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় জুটি পালক এবং শিবা নারওয়াল।তাঁরা কাজাখস্তানের ইরিনা লোকতিয়োনোভা এবং ভালেরি রাখিমঝানকে ১৬-০ পয়েন্টে হারিয়েছেন। ফলাফল দেখেই বোঝা যাচ্ছে কাজাখ জুটি এদিন ভারতীয় জুটিকে বিন্দুমাত্র চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি। সহজেই জয় তুলে নিয়েছেন পালক এবং শিবা।
সিনিয়র শুটিং বিশ্বকাপে এটাই মেহুলির প্রথম সোনা হলেও ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসেও সোনা জিতে ছিলেন বাংলার এই শুটার। তবে তাঁর পার্টনার তুষারের এটাই প্রথম সোনা জয়। ছাত্রীর এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত জাতীয় শুটিং দলের কোচ জয়দীপ কর্মকার। ছোট থেকে জয়দীপের কাছেই শুটিংয়ের প্রশিক্ষণ নিয়েছেন মেহুলি। তাই প্রিয় ছাত্রী সোনা জেতায় উচ্ছ্বাস আর ধরে রাখতে পারেননি প্রাক্তন অলিম্পিয়ান। টুইটারে তিনি লিখেছেন, ‘দ্বিতীয় সোনা! এবার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১০.৯ স্কোর করে হাঙ্গেরির বিরুদ্ধে দেশকে সোনা এনে দিল মেহুলি এবং শাহু।’
তবে চলতি শুটিং বিশ্বকাপে বুধবার আরও একটি পদক জয়ের সুযোগ রয়েছে মেহুলির কাছে। মহিলাদের দশ মিটার এয়ার রাইফেলের ফাইনালে নামার কথা রয়েছে তাঁর। এদিনের এই সাফল্য মেহুলিকে আরও অনুপ্রাণিত করবে, তাতে কোনও সন্দেহ নেই। কারণ গত কয়েকটা বছর মোটেও ভালো কাটেনি বাংলার এই শুটারের। অল্পের জন্য টোকিও অলিম্পিক্সে কোয়ালিফাই করতে পারেননি। তারপর কোভিডের জন্য একের পর এক প্রতিযোগিতা বাতিল হয়েছে। দীর্ঘদিন শুটিং রেঞ্জের বাইরে ছিলেন। তবে হাল ছাড়েননি মেহুলি। কঠোর পরিশ্রম করে গিয়েছেন। জয়দীপ কর্মকারের অ্যাকাডেমি ছেড়ে বর্তমানে তিনি গগন নারাংয়ের অ্যাকাডেমিতে অনুশীলন করছেন। সেই কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসই তাঁকে এই সোনা এনে দিল। মেহুলির পরবর্তী লক্ষ্য কমনওয়েলথ গেমস এবং প্যারিস অলিম্পিক্স।