বাংলার খবর
CPIM-এর রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম, বাদ বিমান-সূর্য

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শেষ হয়ে গেল সূর্যকান্ত মিশ্রের জমানা। CPIM-এর রাজ্য কমিটির বৈঠকে নতুন রাজ্য কমিটির সম্পাদক হচ্ছেন মহম্মদ সেলিম। এদিকে মহম্নদ সেলিম আগে থেকেই সিপিএম-এর পলিটব্যুরোর সদস্য ছিলেন। দলের রাজ্য কমিটির নতুন সম্পাদক কে হবেন তা নিয়ে আগে থেকেই জল্পনা ছিল। অবশেষে বৃহস্পতিবার নতুন সদস্যের নাম ঘোষণা করা হয়। যদিও সেলিমের সঙ্গে রাজ্য কমিটির সম্পাদক হওয়ার দৌড়ে ছিলেন শ্রীদীপ ভট্টাচার্য।
এদিকে গত ১৫ মার্চ থেকে শুরু হয় তিনদিন ব্যাপী সিপিএম-এর রাজ্যসম্মেলন। এদিনই ছিল তার শেষ দিন। এদিকে একইসঙ্গে নতুন রাজ্য কমিটির সদস্য পদ থেকে নাম বা পড়ল সূর্যকান্ত মিশ্র, রবীন দেব এবং বিমান বসুর।
অন্যদিকে, সিপিএম-এর নতুন রাজ্য কমিটি থেকে বাদ পড়তে চলেছেন মৃদুল দে, নেপালদেব ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়ও। তাঁদের জায়গায় নতুন রাজ্য কমিটিতে আসছেন সিপিএমের নতুন রাজ্য কমিটিতে সুশান্ত ঘোষ, শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়, মধুজা সেন রায়, গার্গী চট্টোপাধ্যায়, অনাদি সাউ, দেবলীনা হেমব্রম, কনীনিকা ঘোষ।একটি আসন ফাঁকা রেখে সিপিএমের রাজ্য কমিটিতে ৭৯ সদস্য সামিল।
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ প্রিভিলেজ কমিটির কাছে পাঠালেন স্পিকার
প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) কার্যত দলের ভরাডুবি হয়েছে। এরপর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোটের শতাংশ কিছুটা বাড়লেও দলীয় কর্মীদের নিষ্ক্রিয়তার বিষয়টি অস্বস্তি বাড়িয়েছে সিপিএম (CPIM) শীর্ষ নেতৃত্বের। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছিল বামেদের ২৬ তম রাজ্য সম্মেলন।
আরও পড়ুন: অমানুষিক পরিশ্রমের পরও বেতন বাড়াচ্ছেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারপর যা করলেন যুবক
জানা গিয়েছে, এই সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতির বিষয় গুলি আলোচনায় উঠে আসবে। এছাড়াও সাংগঠনিক রদবদলের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, সিপিএমের নতুন রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। এছাড়া উঠে আসছে পলিটব্যুরো সদস্য মহ: সেলিমের নাম। আর সেই সম্ভাবনাকে সত্যি করে এদিন রাজ্য কমিটির নতুন সম্পাদক হিসেবে শিলমোহর পড়ল মহম্মদ সেলিমের নামে।