বাংলার খবর
সিট প্রমাণ নষ্ট করতে পারে আশঙ্কা মহম্মদ সেলিমের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের খবরের শিরোনামে অনুব্রত মণ্ডলের বীরভূম। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর জ্বালিয়ে দেওয়া হয় অনেক বাড়ি ঘর। সেই আগুনে পুরে মৃত্যু হয়েছে দুই শিশু সহ আট জনের। এই ঘটনার খবর সামনে আসতেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তদন্তের জন্য সিট গঠন করেছেন। ইতিমধ্যে সিট তদন্ত শুরু করেছে। বুধবার সকালে রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছান সি পি আই এম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বিভিন্ন বাড়ি ঘর ঘুরে দেখেন এবং গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। এরপর তিনি সিট এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন।
এদিন তিনি সরাসরি বলেন, ”প্রমাণ লোপাটের জন্য সিট গঠন করা হয়েছে। এছাড়াও তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যখন হামলা হয়েছিল তখন পুলিশ দুষ্কৃতীদের পাহারা দিচ্ছিল। ইতিমধ্যে বহু মানুষ আতঙ্কে গ্রাম ছেড়েছেন এবং বহু মানুষ গ্রাম ছাড়তে শুরু করেছেন।” শুধু তাই নয়, এদিন বগটুই গ্রামে গিয়ে মহম্মদ সেলিম সহ বাম নেতারা আক্রান্ত মানুষের সঙ্গে এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন।
আরও পড়ুন: রামপুরহাট হত্যালীলায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হাইকোর্টে
সোমবার রাতের পর থেকেই থমথমে বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রাম। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনের পর থেকেই গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশু মোট আটজনের। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হল হাইকোর্টে। এই ঘটনাটিকে বর্বোরচিত আখ্যা দিয়ে হত্যালীলার সঙ্গে যুক্ত প্রকৃত দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: বৃহস্পতিবার বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দোষীদের কড়া শাস্তির আশ্বাস
শুধু তাই নয়, রামপুরহাটের মামলা নিয়ে বুধবার দুপুর ২টোর সময় হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এদিকে রামপুরহাট হত্যালীলা মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। ধৃতদের মধ্যে একজন নিহত উপপ্রধানের দাদা। এছাড়াও বাকি সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের এদিন রামপুরহাট মহাকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।