বাংলার খবর
দ্বিতীয়বারের জন্য মেয়র হলেন ফিরহাদ হাকিম, চেয়ারপার্সন মালা রায়, ডেপুটি মেয়র অতীন ঘোষ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রত্যাশামতোই কলকাতা পুরসভার মেয়র হলেন ফিরহাদ হাকিম। দ্বিতীয়বারের জন্য মহানগরীর চেয়ারে বসতে চলেছেন তিনি। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস থেকে নতুন মেয়রের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন মালা রায়।
আবারও ডেপুটি মেয়র করা হয়েছে অতীন ঘোষকে। এদিনের এই সভায় ১৩৪ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। নতুন মেয়র এবং চেয়ারপার্সনের নাম প্রস্তাব করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ মোট ১৩ জনের মেয়র পরিষদ তৈরি করা হয়েছে। মেয়র পরিষদের সদস্য হয়েছেন দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, বাবু বক্সী, আমিরুদ্দিন ববি, সন্দীপন সাহা, জীবন সাহা, রাম পেয়ারী রাম, অভিজিৎ মুখোপাধ্যায়, তারক সিং, মিতালী বন্দ্যোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়, স্বপন সমাদ্দার। ১৬টি বোরোর চেয়ারম্যানের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬টির মধ্যে ৯ টি বোরোর চেয়ারম্যান করা হয়েছে মহিলাদের।
১ নম্বর বোরোর চেয়ারম্যান হয়েছেন তরুণ সাহা, ২ নম্বর বোরোয় শুক্লা ভোঁড়, ৩ নম্বর বোরোয় অনিন্দ্যকিশোর রাউত, ৪ নম্বর বোরোয় সাধনা বোস, ৫ নম্বর বোরোয় রেহানা খাতুন, ৬ নম্বর বোরোয় সানা আহমেদ, ৭ নম্বর বোরোয় সুস্মিতা ভট্টাচার্য, ৮ নম্বর বোরোয় চৈতালী চট্টোপাধ্যায়, ৯ নম্বর বোরোয় দেবলীনা বিশ্বাস, ১০ নম্বর বোরোয় জুঁই বিশ্বাস, ১১ নম্বর বোরোয় তারকেশ্বর চক্রবর্তী, ১২ নম্বর বোরোয় সুশান্ত ঘোষ, ১৩ নম্বর বোরোয় রত্না শূর, ১৪ নম্বর বোরোয় সংহিতা দাস, ১৫ নম্বর বোরোয় রঞ্জিত শীল এবং ১৬ নম্বর বোরোর চেয়ারম্যান হয়েছেন সুদীপ পোল্লে।
দ্বিতীয় বারের জন্য কলকাতার মহানাগরিক পদে বসেই ফিরহাদ হাকিম বলেছেন, ‘জীবন যদি যায় যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসকে ভঙ্গ হতে দেব না। তাঁর আদর্শ, বিশ্বাস নিয়েই এতদিন পুরবোর্ড চলেছে। এরপরও চলবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে আমরা শুধু কাজ করে যাব। আমৃত্যু ওনার বিশ্বাসের মর্যাদা দিয়ে উনি যে দায়িত্ব দিয়েছেন তা পালন করব। আমার প্রথম লক্ষ্য হবে ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তার প্রত্যকটি পালন করা।’