বাংলার খবর
অদম্য ইচ্ছাশক্তির কাছে তুচ্ছ আর্থিক প্রতিকূলতা, মাধ্যমিকে তাক লাগানো সাফল্য তাপসীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১২ বছর আগে বাবা মারা গিয়েছেন। তারপরও বহু কষ্ট করে মেয়েকে পড়াশোনা শিখিয়েছেন মা খুশী সরকার। পেশায় সিভিক ভলান্টিয়ার।
শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায় ভালো ফল করেছে মেয়ে। আনন্দে আত্মহারা সিভিক ভলেন্টিয়ার মা সহ এলাকার বাসিন্দারা। ময়নাগুড়ি বার্নিশ এলাকার ছাত্রী তাপসী সরকার এবছর মাধ্যমিকে ৬১৮ নম্বর পেয়েছে। তার মা খুশি সরকার ময়নাগুড়ি থানার সিভিক ভলেন্টিয়ার।
তাপসী সরকার বাংলায় ৯৫ ইংরেজিতে ৮৪, অংকে ৯৬, ভৌত বিজ্ঞানে ৯১, জীবন বিজ্ঞানে ৮২, ইতিহাসে ৮৫ ও ভূগোলে ৮৫ নম্বর পেয়েছে। শনিবার ময়নাগুড়ি থানার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুন: ধর্ষণের ইঙ্গিত, নামী বডি স্প্রের বিজ্ঞাপন সম্প্রচারে নিষেধাজ্ঞা কেন্দ্রের
বহু কষ্ট করে মেয়েকে পড়াশোনা শিখিয়েছেন মা। সামান্য বেতনে সংসারে টানাপোড়েন থাকলেও মেয়ের পড়াশোনার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়েছেন তিনি। এদিন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস এই কৃতী ছাত্রীকে সংবর্ধনা দেন।
আরও পড়ুন: ১৮ বা তার বেশি বয়সীদের জন্য বুস্টার ডোজ হিসেবে অনুমোদন পেল করবেভ্যক্স
তাপসী সরকার জানান, ময়নাগুড়ি গার্লস স্কুল থেকে সে এবছর মাধ্যমিক দিয়েছে। ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চাই। এরপরে ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে তার।