দেশের খবর
ইংরাজিতে মাস্টার্স, চাকরি তাঁকে টানে না, চুরির সংখ্যা ১৭০! চোরের বায়োডেটা দেখে চোখ কপালে পুলিশের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইংরাজিতে মাস্টার ডিগ্রি রয়েছে তাঁর। রেলে চাকরিও করতেন। কিন্তু চাকরি তাঁকে টানে না। কোনও দিনই দশটা-পাঁচটার কাজ ভালো লাগেনি! ভালো লাগে চুরি করতে! চাকরি ছেড়ে চুরির নেশাকে পেশা করে নিয়েছেন। ইতিমধ্যেই হাতও পাকিয়ে ফেলেছেন ‘মহাবিদ্যায়’।
একাধিক চুরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনই ‘বিদ্যান চোর’কে ধরে তাজ্জব পুলিশ। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিদ্যুৎ দফতরের এক কর্মীর ফ্ল্যাট থেকে তিন লক্ষাধিক টাকার গয়না চুরির ঘটনায় গ্রেফতার হন এক যুবক। ধৃতের নাম সৌমাল্য চৌধুরী। বাড়ি আসানসোল এলাকায়। ধৃত যুবকের শিক্ষাগত যোগ্যতা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারী পুলিশ আধিকারিকদের। ঘাটালের কোন্নগর এলাকার একটি আবাসনে মহাশ্বেতা দে নামে এক বিদ্যুৎ দফতরের কর্মী থাকেন। গত ৩ জানুয়ারি তাঁর আবাসনের গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি হয়।
সেই চুরির ঘটনার তদন্তে নামে পুলিশ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিকের নেতৃত্বে পুলিশ গিয়ে পাকড়াও করে চোরকে। সেই চোরের পরিচয় দেখে চোখ কপালে পুলিশের। ইংরাজিতে মাস্টার্স করা চোর সৌমাল্য চৌধুরীকে সোমবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। একাধিক চুরির অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।