বাংলার খবর
রায়গঞ্জে বিজেপিতে ব্যাপক ভাঙন, পদ্ম শিবির ছেড়ে হাজার নেতা-কর্মী তৃণমূলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন কৃষ্ণ কল্যাণী। বিধায়ক হওয়ার পর একের পর এক জনমুখী উদ্যোগ নেওয়া শুরু করেন। জনমুখী কাজ মানুষের কাছে পৌঁছে দিতে নিজের দলের নেতা-কর্মীদের কাছে বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন।
অন্যায়ের সঙ্গে কোনও আপোস নয়, ঘোষণা করে বিজেপি ছাড়েন এবং কিছুদিন পর তৃণমূলে যোগ দান করেন। কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগদান করতেই একের পর এক বিজেপি নেতা কর্মীরা দল বদলের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন। তাঁদের আবেদনের ভিত্তিতেই সোমবার রায়গঞ্জের চাপদুয়ারে এক যোগদান কর্মসূচির মাধ্যমে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। রায়গঞ্জ ব্লকের বিজেপি নেতা-কর্মী, বিজেপির যুব মোর্চা এবং বিজেপি নেতা, কর্মীরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামপঞ্চায়েতের চাপদুয়ার এলাকায় তৃণমূল কংগ্রেসের যোগদান সভায় তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন দলত্যাগী বিজেপি কর্মীরা।
রায়গঞ্জ ব্লকের দলত্যাগী বিজেপি নেতা সঞ্জয় কুমার দেব বলেছেন, ‘রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে বিজেপিতে এসেছিলাম। তিনি রায়গঞ্জের জন্য বহু উন্নয়ন করেছেন। তাঁর উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে বিধায়কের সঙ্গ না ছাড়ার জন্য বিজেপি আমাদের শোকজ ও বহিষ্কার করেছে। আমরা বাহিন গ্রামপঞ্চায়েতের চাপদুয়ার এলাকার সমস্ত বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।’ জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, ‘বাহিন গ্রামপঞ্চায়েতের বিজেপি সদস্য, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সহ প্রায় হাজার খানেক বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।’