দেশের খবর
হাসপাতালে বিধ্বংসী আগুন, বরাতজোরে বাঁচলেন রোগীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধ্বংসী আগুনের জেরে মুহুর্তের মধ্যে ছারখার হয়ে গেল আস্ত একটি হাসপাতাল। যদিও এই ঘটনায় দ্রুততার সঙ্গে হাসপাতালে ভরতি থাকা রোগীদের বাইরে বের করে নিয়ে যাওয়ায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি।
শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, কাশ্মীরের শ্রীনগর শহরের সবথেকে বড় অর্থপেডিক হাসপাতালে। জানা গিয়েছে, এদিন শ্রীনগরের ব্রোজুল্লা জয়েন্ট অ্যান্ড বোন নামক সরকারি হাসপাতালে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। সেই সময় হাসপাতালের অপারেশন থিয়েটার রুমে প্রথম আগুন লাগতে দেখতে পাওয়া যায়।
জানা গিয়েছে, কিছু বুঝে ওঠার আগেই হাসপাতালের অন্যান্য অংশে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। এরপরই জোরকদমে ওয়ার্ড থেকে রোগীদের অন্যত্র সরিয়ে ফেলা হয়। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান হাসপাতালের গ্যাস সিলিন্ডার বাস্ট করেই এই বিপত্তি ঘটেছে। তবে ঠিক কি কারনে এই আগুন লাগার ঘটনাটি ঘটল তা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এখনও স্পষ্ট নয়। এত বড়ো অগ্নিকাণ্ডের পিছনে অন্য কোনও রহস্যের গন্ধ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ খুলেছেন শ্রীনগরের ডেপুটি কমিশনার আইজাদ আসাদ। এদিন তিনি বলেন, ”২৫০ বেডের ওই হাসপাতালের প্রতিটি ওয়ার্ডেই রোগী ভরতি ছিলেন। যদিও আগুন লাগার খবর চাউর হতেই দ্রুত তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। যারফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। মেলেনি কোনও হতাহতের খবর।”
তিনি আরও জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।