বাংলার খবর
Breaking News: শিবপুরে বার্জার পেইন্টসের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের শহরে অগ্নিকাণ্ড! শিবপুর বার্জার পেন্টসের কারখানায় ভয়াবহ আগুন। বুধবার দুপুরে শিবপুরের এই রঙয়ের কারখানায় আগুন লাগার ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩’টি ইঞ্জিন।
মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সকলকে কলকাতায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। জখমদের মধ্যে কয়েক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে রয়েছেন কারখানার ম্যানেজারও। এসি ফেটে অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীতে মোটর পার্কিংলটে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক e-Rickshaw
সূত্রের খবর, দুপুর আড়াইটে নাগাদ জোরালো শব্দে কিছু একটা ফাটে। ওই আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখেন কারখানার এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। কারখানার পাশেই বসতি এলাকা থাকায় আশঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। যদিও তার কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দেয় দমকল বাহিনী। আগুন নেভানোর কাজে দমকল বাহিনীকে সাহায্য করেন স্থানীয়েরাও। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রসঙ্গত, বুধবারই ফের রাজধানীতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন ভোরে দিল্লির জামিয়া নগরের বৈদ্যুতিক মোটর পার্কিংয়ে এক বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফের মহার্ঘ হচ্ছে সুদের হার, রেপো রেট বৃদ্ধি করল RBI
মর্মান্তিক এই দুর্ঘটনায় ওই পার্কিংলটে থাকা অন্যান্য যানবাহনের সঙ্গে কয়েক ডজন ই-রিক্সায় আগুন ছড়িয়ে পড়ে। এই বিষয়ে দিল্লির দমকল বাহিনী জানিয়েছে, জামিয়া নগরের মেইন টিকোনা পার্টের পার্কিংয়ে আগুন লাগার বিষয়ে সকাল ৫.০২-এর সময় তাঁদের কাছে একটি ফোন আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের মোট ১১’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।