নিউ আলিপুরের রংয়ের কারখানায় বিধ্বংসী আগুন, চাঞ্চল্য এলাকায়
Connect with us

বাংলার খবর

নিউ আলিপুরের রংয়ের কারখানায় বিধ্বংসী আগুন, চাঞ্চল্য এলাকায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটল কলকাতায়। মঙ্গলবার সকালে নিউ আলিপুরের একটি রঙয়ের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কি ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা এবং গুদাম বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

জানা গিয়েছে, আগুনের তীব্রতা বেশি থাকায় চারিদিকে কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আশেপাশের ঝুপড়িতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিপদ এড়াতে ঝুপড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আশেপাশের বাড়ির ছাদ থেকে জল ছিটিয়েও আগুন নেভানোর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দু’জনের, মর্মান্তিক ঘটনা খানাকুলে

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন নিউ আলিপুর থানার ২ নম্বর দিনেশ দাস চেতলা রোড এলাকার একটি রঙয়ের কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন উপস্থিত রয়েছে। তবে কি করে আগুন লাগল সেটা এখনও জানা যায়নি। স্থানীয়দের তরফে জানা গিয়েছে এদিন সকাল ৮’টার সময় আগুন লাগে। ঘটনায় রংয়ের কারখানাটি আগুনে সম্পূর্ন ভস্মীভূত হয়ে গিয়েছে।

আরও পড়ুন: আর্থিক অস্বচ্ছলতায় থমকে পড়াশোনা, ছাত্রকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতী ঘোষ

প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই ট্যাংরার একটি চামড়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিনের ওই অগ্নিকান্ডের ঘটনায় চামড়ার গুদামটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রায় ১৫ ঘণ্টার চেষ্টায় সেদিন ট্যাংরার ওই গুদামের আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা।

Advertisement